বৃহস্পতিবার দিল্লিতে দিনের প্রথম ম্যাচটিতে টস জিতে রাজস্থানকে ব্যাট করতে পাঠান মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা। ইনিংসের শুরুটা ভালো করলেও জসপ্রিত বুমরাহ, ট্রেন্ট বোল্টের নিয়ন্ত্রিত বোলিংয়ের ফলে বড় রান তুলতে ব্যর্থ হয় রাজস্থান। ৪ উইকেটে ১৭১ রানে শেষ হয় রাজস্থানের ইনিংস। ৩২ বলে ৪১ করেন জস বাটলার। অর্ধ শতরানের দোরগোড়ায় এসে আউট হন অধিনায়ক সঞ্জু স্যামসনও, ২৭ বলে করেন ৪২ রান। ৩১ বলে ৩৫ রান করে আউট হন শিবম দুবে।
মুম্বাইয়ের পক্ষে ৪ ওভার বল করে ৩৩ রান দিয়ে ২ উইকেট নেন রাহুল চাহার। ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ১ উইকেট পান বুমরাহ। বোল্ট ৪ ওভারে ৩৭ রান দিয়ে পান ১ উইকেট। লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু করে মুম্বাইও। ওপেনার রোহিত শর্মা ও ডি ককের জুটিতে ওঠে ৪৯ রান।
১৭ বলে ১৪ রানে আউট হন অধিনায়ক রোহিত। ১০ বলে ১৬ রান করে ক্রিস মরিসের বলে ফেরেন সূর্য কুমার যাদব। এদিন ভালো বল করেও দলকে জেতাতে ব্যর্থ ক্রিস মরিস। ৪ ওভারে ৩৩ রান দিয়ে ২ উইকেট নেন রাজস্থানের এই প্রোটিয়া অলরাউন্ডার। ৩.৩ ওভারে ৩৭ রান দিয়ে ১ উইকেট পান বাংলাদেশের মোস্তাফিজুর রহমান। ম্যাচসেরা হয়েছেন ডি কক নিজেদের ষষ্ঠ ম্যাচে মুম্বাইয়ের এটি তৃতীয় জয়। আর সমান ম্যাচে চতুর্থ হারের স্বাদ পেল রাজস্থান।