এয়ারলাইন্সে চাকরির ললিপপ, প্রতারণা যুবক-যুবতিদের সাথে

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৮ এপ্রিল।। চাকরির নাম করে প্রতারণা যুবক-যুবতিদের সাথে৷ অবশেষে বুধবার সন্ধ্যায় রাজধানীর জয়গুরু এলাকায় বিক্ষোভ দেখায় বেকার যুবক যুবক-যুবতিরা৷

অভিযোগ সেভেন এস এভিয়েশন অ্যাকাডেমি গত দেড় বছর পূর্বে এয়ারলাইন্সে চাকরির ললিপপ দেখিয়ে বেকার যুবক-যুবতিদের প্রশিক্ষণের নাম করে ধাপে ধাপে মোটা অঙ্কের টাকা গ্রহণ করে৷ বিনা পরীক্ষায় চাকরি দেবে বলে আশ্বাস দিয়েছিলেন সৌরভ দত্ত এবং মিলন শেখর নামে দুই ব্যক্তি৷ কিন্তু দেড় বছর অতিক্রান্ত হয়ে গেলেও চাকরির দেখা মিলছে না যুবক-যুবতিদের৷

এখন বলছে পরীক্ষা দিয়ে নাকি চাকরি নিতে হবে৷ ফলে চাকরির আশা হারিয়ে ফেললেন যুবক-যুবতিরা৷ এ বিষয়ে গত কয়েকদিন যাবত যুবক-যুবতিদের সাথে প্রশিক্ষণ প্রদান করা সৌরভ দত্ত এবং মিলন শেখর’র বাক্বিতণ্ডা চলছিল৷ কোন সুরাহা হয়নি৷ বুধবার সন্ধ্যায় যুবক-যুবতিরা জয়গুরুস্থিত সেন্টারে এসে দেখেন সেন্টারে গেটে তালা ঝোলানো৷

ফলে অসহায় যুবক-যুবতিরা বিক্ষোভ দেখায় সেন্টারের গেটের সামনে৷ দাবি জানায়, প্রশাসন এ ধরনের প্রতারকদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করুক৷ গত দেড় বছরে তাদের কাছ থেকে চাকরির নাম করে নিয়ে যাওয়া ৭৫ হাজার টাকা যাতে ফিরিয়ে দেওয়া হয়৷

অভিযুক্ত সৌরভ দত্ত ও মিলন শেখরের বিরুদ্ধে আইনত কঠোর ব্যবস্থা গ্রহণ করতে এরা দাবি জানায়৷ নয়তো ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠা অবৈধ সংস্থার শিকার হয়ে বহু যুবক-যুবতিদের নিঃস্ব হতে হবে বলে তারা অভিমত ব্যক্ত করেছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?