বৃহস্পতিবার টস জিতে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে প্রথম ইনিংসে গুটিয়ে যায় ১৭৬ রানে। শাহিন ও হাসান ৪টি উইকেট তুলে নেন। পরে পাকিস্তান দিনের খেলা শেষ হওয়ার আগে তাদের প্রথম ইনিংসে বিনা উইকেটে ১০৩ রান তুলে। জিম্বাবুয়ের চেয়ে আর ৭৩ রানে পিছিয়ে দলটি। আবিদ আলি ৫৬ ও ইমরান বাট ৪৩ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন।
দুজনের ব্যাটে প্রথম ইনিংসে বড় সংগ্রহের স্বপ্ন দেখছে পাকিস্তান। এ ম্যাচে পাকিস্তানের হয়ে অভিষেক হয়েছে অর্থডক্স অফ স্পিনার সাজিদ খানের। তবে প্রথম ইনিংসে কোনো উইকেটের দেখা পাননি তিনি। জিম্বাবুয়ে ৩০ রান করতেই ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায়। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি দলটি। রয় কাইয়া স্বাগতিকদের সর্বোচ্চ ৪৮ রান করেন। ২০১৩ সালের পর এই প্রথম টেস্টে মুখোমুখি পাকিস্তান ও জিম্বাবুয়ে। দুই দলের আগের ১৭ দেখায় পাকিস্তানের জয় ১০টিতে, জিম্বাবুয়ের ৩টি।