স্টাফ রিপোর্টার, উদয়পুর, ২৮ এপ্রিল।। সারা ভারত কৃষক সভা ক্ষেত মজুরদের ইউনিয়ন বাগমা অঞ্চল কমিটির উদ্যোগে পঞ্চায়েত এলাকার বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করা হয় পঞ্চায়েত সচিবের নিকট৷ বুধবার উদয়পুর মহকুমার টেপানিয়া আরডি ব্লকের অধীনে কড়ইয়ামুড়া গ্রাম পঞ্চায়েতে, পঞ্চায়েত এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে সাত দফার একটি দাবি সনদ সচিবের নিকট তুলে দেওয়া হয়৷
দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল, পঞ্চায়েত এলাকায় বসবাসকারী প্রত্যেক রেগা শ্রমিকদের রাজ্য সরকারের ঘোষণা মত ১৫০ দিনের কাজ ও ৩৪০ টাকা মজুরি দেওয়া৷ দলমত নির্বিশেষে সকলকে রেগার কাজ দেওয়া৷ পঞ্চায়েত এলাকায় যে সকল ভাতা প্রাপকদের ভাতা কাটা হয়েছে তাদের সকলের জন্য পুনরায় ভাতা চালু করা৷
গত তিন বছর কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের ঘর দেওয়া বন্ধ হয়ে রয়েছে, প্রায়োরিটি ভিত্তিতে যাদের দালান ঘর নেই তাদের সকলকে ঘর দেওয়া৷ পঞ্চায়েত এলাকার উপস্বাস্থ্য কেন্দ্রটি মেরামত করে দ্রুত চালু করার ব্যবস্থা করা সহ বিভিন্ন দাবি৷
এদিনের ডেপুটেশনে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সিপিআইএম বাগমা পার্টির অঞ্চল নেতৃত্ব রতন দাস সহ অন্যান্য নেতৃত্বরা৷ পঞ্চায়েত সচিব দাবিগুলো ঊধর্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবেন বলে প্রতিনিধি দলকে আশ্বাস দেন৷