ক্ষেত মজদুর ইউনিয়ন বাগমা অঞ্চল কমিটির উদ্যোগে ডেপুটেশন

স্টাফ রিপোর্টার, উদয়পুর, ২৮ এপ্রিল।। সারা ভারত কৃষক সভা ক্ষেত মজুরদের ইউনিয়ন বাগমা অঞ্চল কমিটির উদ্যোগে পঞ্চায়েত এলাকার বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করা হয় পঞ্চায়েত সচিবের নিকট৷ বুধবার উদয়পুর মহকুমার টেপানিয়া আরডি ব্লকের অধীনে কড়ইয়ামুড়া গ্রাম পঞ্চায়েতে, পঞ্চায়েত এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে সাত দফার একটি দাবি সনদ  সচিবের নিকট তুলে দেওয়া হয়৷

দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল, পঞ্চায়েত এলাকায় বসবাসকারী প্রত্যেক রেগা শ্রমিকদের রাজ্য সরকারের ঘোষণা মত ১৫০ দিনের কাজ ও ৩৪০ টাকা মজুরি দেওয়া৷ দলমত নির্বিশেষে সকলকে রেগার কাজ দেওয়া৷ পঞ্চায়েত এলাকায় যে সকল ভাতা প্রাপকদের ভাতা কাটা হয়েছে তাদের সকলের জন্য পুনরায় ভাতা চালু করা৷

গত তিন বছর কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের ঘর দেওয়া বন্ধ হয়ে রয়েছে, প্রায়োরিটি ভিত্তিতে যাদের দালান ঘর নেই তাদের সকলকে ঘর দেওয়া৷ পঞ্চায়েত এলাকার উপস্বাস্থ্য কেন্দ্রটি মেরামত করে দ্রুত চালু করার ব্যবস্থা করা সহ বিভিন্ন দাবি৷

এদিনের ডেপুটেশনে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সিপিআইএম বাগমা পার্টির অঞ্চল নেতৃত্ব রতন দাস সহ অন্যান্য নেতৃত্বরা৷ পঞ্চায়েত সচিব দাবিগুলো ঊধর্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবেন বলে প্রতিনিধি দলকে আশ্বাস দেন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?