বিকল্প জাতীয় সড়ক এনএইচ-২০৮ এর ঝেরঝেরি চেকপোস্টে কোভিড টেস্টিং

স্টাফ রিপোর্টার, কদমতলা, ২৮ এপ্রিল।। স্থানীয় জনতার দাবি মেনে অবশেষে বিকল্প জাতীয় সড়ক এনএইচ-২০৮ এর ঝেরঝেরি চেকপোস্টে কোভিড টেস্টিং বসাচ্ছে রাজ্য সরকার৷

বুধবার সন্ধ্যার পর ঝেরঝেরি চেকপোস্টে আসেন উত্তর জেলা শাসক নাগেশ কুমার, জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্ত, মহকুমা শাসক, বিডিও ও ব্লকের চেয়ারম্যান সুব্রত দেব৷ তিনটি অস্থায়ী ঘরে টেস্টিং সেন্টার বসানো হবে৷

সন্ধ্যা ৬টার পর থেকে এই সড়ক বন্ধ থাকবে বলে জানান জেলাশাসক৷ প্রথম লকডাউন থেকে এ সড়ক বন্ধ ছিল৷ গত তিন মাস পূর্বে শুধুমাত্র যাত্রীবাহী গাড়ি, ফল ও সবজির গাড়িগুলির জন্য রাস্তাটি খুলে দেওয়া হয়েছিল৷ এবার সড়কটি পুরোদমে বন্ধ হচ্ছে না৷

কারণ আসাম সীমান্তের বেশ কয়েকটি গ্রামের মানুষজন চিকিৎসা, বাজার সহ অন্যান্য কাজে ত্রিপুরায় আসতে হয়৷ তাছাড়া  ত্রিপুরার লোকেরাও মাল সামগ্রী নিয়ে আসার জন্য আসাম যেতে হয়৷ ইতিমধ্যে আসামে নাইট কারফিউ শুরু হয়েছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?