১৫ বছরের এক নাবালকের ছেলের হাতে শ্লীলতাহানীর শিকার তৃতীয় শ্রেণীতে পাঠরত ৯ বছরের এক নাবালিকা কন্যা। বুধবার সাতসকালে বাড়ির পাশের ১৫ বছরের এক কিশোর দ্বারা ঘটে এই শ্লীলতাহানির ঘটনা। সংবাদ সূত্রে জানা যায় এই নাবালক ছেলেটি এর আগেও বেশ কয়েকবার এই নাবালিকাকে শ্লীলতাহানি ও ধর্ষনের চেষ্টা করে ব্যর্থ হয়। কয়েক বার সামাজিক ভাবে বিষয়টি নিয়ে মীমাংসার জন্য সালিশি সভাও অনুষ্ঠিত হয়।
এখানে উল্লেখ থাকে যে শ্লীলতাহানির শিকার নাবালিকাটির মা বাবা নেই- অনাথ। অনাথ বলে মেয়েটি দিদার বাড়িতে থাকতো। প্রতিদিনকার মতো আজ সকাল আনুমানিক ৬টা ৩০মিনিটে দিদা কাজে বেড়িয়ে গেলে অভিযুক্ত নাবালক চুপি চুপি ঘুমন্ত নাবালিকাকে ঝাপটে ধরার চেষ্টা করলে নাবালিকা চিৎকার দেওয়ার চেষ্টা করলে অভিযুক্ত নাবালক নাবালিকার মুখ চেপে ধরে রাখে।
ভাগ্নির ঘোঙড়ানি শুনে মামা সজাগ হয়ে এই ঘটনা প্রত্যক্ষ করে এবং অভিযুক্ত নাবালককে আটকে রেখে নাবালকের অভিভাবক সহ রাঙামাটি গ্রামের প্রধানের নজরে নিয়ে উদয়পুর মহিলা থানায় খবর দেওয়া হয় । ঘটনায় অভিযুক্ত নাবালক ছেলেটিকে উদয়পুর মহিলা থানার পুলিশ আটক করে এবং আর কে পুর থানার মহিলা থানায় নিয়ে যায়।
শ্লীলতাহানীর ঘটনাটি ঘটে উদয়পুর মহকুমার অন্তর্গত পূর্ব গকুলপুর রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ড। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা পূর্ব গকুলপুর রাঙামাটি গ্রাম পঞ্চায়েত সহ উদয়পুর মহকুমায়। শুভ বুদ্ধি সম্পন্ন সুনাগরিকরা নাবালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন ।