এ ব্যাপারে শান্তির বাজার থানায় লিখিত মামলা দায়ের করেন অজয় নোয়াতিয়ার পিতা পূর্নমোহন নোয়াতিয়া। পুত্রের হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে এই মামলা দায়ের করা হয়। পিতার লিখিত মামলা হাতে পেয়ে ঘটনার তদন্ত শুরু করে শান্তির বাজার থানার পুলিশ। এ নিয়ে থানার কর্তব্যরত অফিসার সংবাদমাধ্যমের সামনে জানান উনারা শান্তির বাজার থানায় মামলা গ্রহন করেছেন, যার মধ্যে ৩০২/৩৪ আই পি সি এক্টে মামলা গ্রহন করেছে পুলিশ।
এই মামলা গ্রহন করে ঘটনার সাথে জড়িত দুইজন আসামীকে গ্রেপ্তার করেছেে শান্তির বাজার থানার পুলিশ। এই দুই অভিযুক্ত হলো শান্তির বাজার মহকুমার রাতাছড়ার বাসিন্দা বিরেন্দ্র মুড়াসিং ও অম্পিি থানার অন্তর্গত তৈদু এলাকার বাসিন্দা অনিল দের্ববমা। অভিযুক্ত দুই আসামীকে গ্রেপ্তার করে মঙ্গলবার বিলোনীয়া জেলা ও দায়রা জজ আদালতে প্রেরন করা হয়। ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ। এই ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। অভিযুক্তদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে নিহতের পরিবারের তরফ থেকে জানানো হয়েছে।