অনলাইন ডেস্ক, ২৮ এপ্রিল।। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তার টিমের গুরুত্বপূর্ণ সদস্যদের ট্যাগ করে একটি টুইটে প্রিয়াঙ্কা চোপড়া লেখেন, কঠিন সময় ভারতের পাশে থাকুন।মানবিক আরজির এই টুইটি নিয়ে পরেই ট্রোলড হলেন বলিউডের ‘দেশি গার্ল’। কেন?
নেটিজেনদের অধিকাংশেরই বক্তব্য, ভারতের আন্তর্জাতিক অভিনেত্রী ও গায়িকার একটু দেরিতেই ঘুম ভেঙেছে এবার। কারণ বাইডেনের সঙ্গে ইতিমধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোনে দীর্ঘক্ষণ কথোপকথন হয়েছে।
যুক্তরাষ্ট্র আশ্বস্ত করেছে, তারা ভারতের করোনা সংকটে পাশে থাকবে। কিছুদিন আগে বন্ধ করা টিকা তৈরির কাঁচামাল রফতানি অব্যাহত রাখবে।
প্রিয়াঙ্কা টুইটারে লেখেন, “করোনা আক্রান্ত ভারতের কষ্ট দেখে আমার হৃদয় ভেঙে যাচ্ছে। এই অবস্থায় আমেরিকার কাছে প্রয়োজনের চেয়ে বেশি ৫৫০ মিলিয়ন ভ্যাকসিন রয়েছে।
বিশ্বজুড়ে অ্যাস্ট্রাজেনেকা ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ। কিন্তু আমাদের দেশের পরিস্থিতি অত্যন্ত জটিল। আপনারা কি জরুরি ভিত্তিতে আমাদের দেশের সঙ্গে করোনা প্রতিষেধক ভাগ করে নিতে পারবেন?”
এরপরই অনেকেই বিদ্রূপ করেন নায়িকাকে। কারো কারো মতে, অন্তত দুই সপ্তাহ আগে এই টুইট দেওয়া উচিত ছিল প্রিয়াঙ্কার।
স্বামী নিক জোনাসের সঙ্গে বর্তমান যুক্তরাষ্ট্রে রয়েছেন প্রিয়াঙ্কা।
তাকে সর্বশেষ দেখা গেছে নেটফ্লিক্সের ‘হোয়াইট টাইগার’ ছবিতে, যার প্রযোজকও তিনি। হাতে আছে ‘ম্যাট্রিক্স ফোর’সহ বেশ কিছু ছবি।