বিয়ে বাড়িতে জেলা শাসকের তান্ডব নিয়ে সোস্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়, ক্ষমা চাইলেন সাংসদ

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৭ এপ্রিল।। করোনা বিধি লংঘন করে অধিক রাত পর্যন্ত বিয়ের অনুষ্ঠান চালানোর দায়ে রাজধানীর মানিক্য কোর্ট ও গোলাপ বাগান বিয়ে বাড়ি এক বছরের জন্য সিল করে দিল জেলা প্রশাসন। বর সহ বরযাত্রীদের গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় থানায়। ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ জনিত পরিস্থিতিতে রাজধানী আগরতলা শহরে রাত ১০ টা থেকে নাইট কারফিউ জারি করা হয়।

জরুরী পরিষেবাযর সঙ্গে যুক্ত ছাড়া অন্য যেকোনো ধরনের অনুষ্ঠান বা লোকজনদের চলাচলের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়। অথচ রাজধানী আগরতলা শহরের প্রাণকেন্দ্রে সোমবার রাতে গোলাপ বাগান এবং মানিক্য কোড বিয়েবাড়িতে কারফিউ আইনের যাবতীয় বিধি লংঘন করে বিয়ের অনুষ্ঠান চলছিল। পশ্চিম জেলার জেলাশাসক ডা শৈলেশ কুমার যাদব সোমবার রাতে জিবি হাসপাতালে কোভিড ইউনিট পরিদর্শন করতে গিয়েছিলেন।

যাওয়ার সময় তিনি লক্ষ্য করেন বিয়ে বাড়ির সামনে প্রচুর লোক সমাগম রয়েছে। সেখানে পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে। জিবি হাসপাতালের কোভিড সেন্টার পরিদর্শন শেষে ফেরার সময় লক্ষ্য করেন সেখানে যথারীতি অনুষ্ঠান চলছে এবং মানুষজন কারফিউ লংঘন করে ঘোরাফেরা করছে। তখনই বিয়ে বাড়িতে হানা দেন জেলাশাসক। বিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে টেলিফোন করেন পশ্চিম থানায়। কৈফিয়ৎ লাভ করেন কীভাবে কারফিউ চলাকালে এ ধরনের অনুষ্ঠান চলছে।

আইন লংঘন করার ঘটনা প্রত্যক্ষ করে পশ্চিম জেলার জেলাশাসক ক্ষোভে ফেটে পড়েন। তিনি পুলিশকে নির্দেশ দেন বিয়ে বাড়িতে যারা অবস্থান করছে তাদের প্রত্যেককে গ্রেপ্তার করার জন্য। সে অনুযায়ী পুলিশ বরসহ বিয়ে বাড়িতে যেসব পুরুষ লোক ছিল প্রত্যেককে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। ডিএম এর নির্দেশে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করলে পাত্র পক্ষের এক মহিলা বলতে থাকেন পাত্র একজন চিকিৎসক এবং কোভিড যোদ্ধা। তাকে গ্রেপ্তার না করতে আর্জি জানান তিনি।

জেলাশাসক বলেন তারা আইন মানতে চায় না। করোনা পরিস্থিতিতে কারফিউ জারি করে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করা হচ্ছে। অথচ তারা জেনে শুনে আইন ভঙ্গ করছে। তারা মনে করছে তারা আইন ভঙ্গ করলো কিছুই করা যাবে না। জেলাশাসক স্পষ্ট ভাবে বলেন কোভিড মোকাবেলায় আইন মানতেই হবে। এক্ষেত্রে কোনো ধরনের ছাড় মিলবে না। সবকিছু জেনেশুনে আইন ভঙ্গ করা অপ্রত্যাশিত বলে উল্লেখ করেন জেলা শাসক। তারা সাধারণ মানুষের জীবন নিয়ে খেলা করছে বলেও তিনি উল্লেখ করেন। আইন মেনে চলা সাধারন জ্ঞানের বিষয়। আইন ভঙ্গ করলে প্রশাসন ব্যবস্থা নেবেই।

রাজধানী আগরতলা শহরে বিয়েবাড়িতে এ ধরনের আইন ভঙ্গ করার জন্য জেলাশাসক পুলিশকে দায়ী করেছেন। জেলাশাসক বলেন পুলিশ প্রশ্রয় দিয়েছে বলেই এভাবে কারফিউ অমান্য করে অনুষ্ঠান করেছে বিয়ে বাড়িতে। একাংশের পুলিশকে তিনি চোর বলেও আখ্যায়িত করেন। এজন্য তিনি পশ্চিম থানার ওসিকে সরাসরি দায়ী করেন। পুলিশ প্রশ্রয় না দিলে কিভাবে এ ধরনের অনুষ্ঠান হচ্ছে সেই প্রশ্ন তোলেন তিনি। জেলাশাসক পশ্চিম থানার ওসিকে সাসপেন্ড করার জন্য রাজ্য সরকারের কাছে সুপারিশ করেন।

আইন অমান্য করে বিয়ে বাড়িতে অনুষ্ঠান চালানোর দায়ে গোলাপ বাগান এবং মানিক্য কোর্ট  বিয়েবাড়ী আগামী এক বছর পর্যন্ত সিল করে দেওয়ার নির্দেশ দিয়েছেন জেলাশাসক। এই দুটি বিয়েবাড়িতে কোন ধরনের সামাজিক অনুষ্ঠান আগামী এক বছর পর্যন্ত করা যাবে না বলে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন। পশ্চিম জেলার জেলাশাসক ড শৈলেশ কুমার যাদব জনগণের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন করোনা ভাইরাস সংক্রমণ জনিত ভয়ংকর পরিস্থিতিতে মানুষের জীবন রক্ষার তাগিদেই সমস্ত আইন-কানুন যথাযথভাবে মেনে চলতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের অজুহাত মেনে নেওয়া হবে না বলেও তিনি জানান।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?