রবিবার থেকে সালমান ও শিবসেনার এই মিলিত প্রচেষ্টা চালু হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম বলছে, সালমানের ‘ভাইজানস কিচেন’ থেকে টিফিন ও পানির বোতল তুলে দেওয়া হচ্ছে কভিড যোদ্ধাদের হাতে। খাবারের মান পরীক্ষা করছেন সালমান নিজে। এ সুপারস্টারের মা সালমা খান নিজেদের বাংলোর নিরাপত্তারক্ষী ও অন্যান্য সহকারীদের নিজের হাতে খাবার বানিয়ে খাইয়েছেন। এর আগেও সালমান জানিয়েছিলেন, তিনি করোনা যোদ্ধাদের শ্রদ্ধা করেন।
তারা দিনের পর দিন মহামারির সঙ্গে লড়ে চলেছেন। তাই তাদের পাশে থাকতে চান। মুম্বাইয়ে লকডাউন যতদিন চলবে, তত দিন ‘ভাইজানস কিচেন’ বাইকুল্লা থেকে জুহু এবং বান্দ্রা থেকে বিকেসি অঞ্চলে খাবার পৌঁছে দেবে। আপাতত ৫ হাজার জনের খাবারের ব্যবস্থা করা হয়েছে। সামনে এ সংখ্যা দ্বিগুণ হবে। এ দিকে ১৩ মে প্রেক্ষাগৃহ ও একাধিক ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে সালমানের নতুন ছবি ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’। গত বছর ঈদুল ফিতরে মুক্তির কথা থাকলেও করোনার কারণে ঠিক এক বছর পিছিয়ে পর্দায় আসছেন এ নায়ক।