আইপিএলে ছক্কার সেঞ্চুরি ম্যাক্সওয়েলের

অনলাইন ডেস্ক, ২৮ এপ্রিল।।দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মঙ্গলবার ২০ বলে ২৫ রানের ইনিংস খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অস্ট্রেলিয়ান তারকা গ্লেন ম্যাক্সওয়েল। ছোট্ট এই ইনিংসের পথেই আইপিএলে অনবদ্য নজির গড়েন তিনি। আসরে ছক্কার সেঞ্চুরি পূর্ণ করেছেন এই ৩২ বছর বয়সী ব্যাটিং অলরাউন্ডার।

মাত্র ১টি ছক্কা হাঁকালেই মাইলস্টোন ছুঁয়ে ফেলতেন ম্যাক্সওয়েল।তিনি মারেন ২টি ছয়। ফলে আইপিএলে ৮৮ ম্যাচে ১০১টি ছক্কা মারার কৃতিত্ব অর্জন করলেন তিনি।

টুর্নামেন্টের ইতিহাসে ২৩তম ক্রিকেটার হিসেবে ১০০ ছক্কার এলিট ক্লাবে জায়গা করে নিলেন ম্যাক্সওয়েল। আর বিদেশে ক্রিকেটারদের মধ্যে তিনি এই তালিকায় নবম।

আইপিএলে সবচেয়ে বেশি ৩৫৪টি ছক্কা মেরেছেন ক্রিস গেইল। এই ক্যারিবিয়ান ছাড়া আইপিএলে দুইশর বেশি ছক্কা হাঁকিয়েছেন এবি ডি ভিলিয়ার্স, রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, কিয়েরন পোলার্ড ও সুরেশ রায়না। সেই দলে নাম লেখাতে হলে ম্যাক্সওয়েলকে এখনো অনেক পথ হাঁটতে হবে।

ম্যাক্সওয়েল এই ম্যাচে ৫টি ছক্কা মারলে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে টি-টোয়েন্টিতে ৩৫০টি ছক্কা হাঁকানোর নজির গড়তেন। যদিও তাকে আটকে যেতে হয় ৩৪৭টি ছক্কায়।

অজি অলরাউন্ডারের সামনে চলতি আইপিএলে আরো বড়সড় একটি মাইলস্টোন গড়ার সুযোগ রয়েছে। আর মাত্র ১০৩ রান করলে ম্যাক্সওয়েল টি-টোয়েন্টি ক্রিকেটে ৭০০০ রানের মাইলফলক ছুঁয়ে ফেলবেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?