রাজ্যপাল তাঁদের অনুরোধ করেন অতিমারি মোকাবেলায় চিকিৎসক এবং নার্সগণ যেন সাহায্যের হাত বাড়িয়ে দেন। তিনি বলেন, অতিমারি মোকাবিলায় সামনের সারির কর্মীদের সাহায্য করতে তাদের প্রয়োজনে ডাকা হতে পারে। রাজ্যপাল বলেন, সবার সহযোগিতাতেই ত্রিপুরাকে করোনা ভাইরাস মুক্ত করা সম্ভব হবে।
রাজ্যপাল রমেশ বৈসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের প্রধান সচিব জে কে সিনহা, রাজ্যপালের সচিব টি কে চাকমা এবং অন্যান্য আধিকারিকগণ উপস্থিত ছিলেন। রাজভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।