যারা করোনা ভাইরাসের দুই ডোজ টিকা নিয়েছেন তাদের মাস্ক পরতে হবে না বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন।মঙ্গলবার (২৭ এপ্রিল) হোয়াইট হাউজে এ ঘোষণা দেন তিনি।
মার্কিন যুক্তরাষ্ট্রে যারা করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেছেন তাদেরকে মাস্ক ছাড়া ঘোরার অনুমতি দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সেন্টার (সিডিসি) বলছে যে যারা করোনা ভাইরাস প্রতিরোধক পূর্ণাঙ্গ টিকা নিয়েছেন তাদের ভিড়ের জায়গা ছাড়া, অন্য কোথাও মাস্ক পরার প্রয়োজন নেই।
বাইডেন বলেন, আপনি যদি টিকা দিয়ে থাকেন তবে আপনি বাইরে এবং বাড়ির বাইরেও আরও সুরক্ষিতভাবে আরও অনেক কিছু করতে পারবেন। তবে বড় ধরনের কোনো জনসমাগমের ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক।
করোনা মহামারিতে যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ। তবে ৩৩ কোটির দেশটিতে ইতোমধ্যে বিশ কোটিরও বেশি মানুষকে টিকা দেয়া হয়েছে। টিকা নিতে এখন কোনো পূর্বনির্ধারিত অ্যাপয়েনমেন্ট প্রয়োজন হচ্ছে না।