ভারতে বাড়ল আক্রান্তের সংখ্যা, মৃতের সংখ্যাও ছাড়াল তিন হাজার

অনলাইন ডেস্ক, ২৮ এপ্রিল।। ভারতে গত চব্বিশ ঘণ্টায় আক্রান্ত সাড়ে তিন লক্ষের অধিক মানুষ। এর পাশপাশি দৈনিক মৃতের সংখ্যাও ছাড়িয়েছে তিন হাজার। ফলে দেশে মোট মৃতের সংখ্যা পার করেছে ২ লক্ষের গণ্ডি।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দ্বারা প্রকাশিত বুলেটিন অনুযায়ী, দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬০ হাজার ৯৬০ জন। যা মঙ্গলবারের থেকে প্রায় ৩৭ হাজার বেশি। ফলে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৭৯ লক্ষ ৯৭ হাজার ২৬৭।

আক্রান্তের পাশাপাশি বেড়ে দাঁড়িয়েছে সক্রিয় রোগীর সংখ্যাও। গত চব্বিশ ঘণ্টায় দেশে বেড়েছে প্রায় সাড়ে ৯৬ হাজার সক্রিয় রোগী। ফলে মোট সক্রিয় রোগীর সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ২৯ লক্ষ ৭৮ হাজার ৭০৯ জন।

এছাড়া গত চব্বিশ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ২৯৩ জনের। যা দেশে এখনও পর্যন্ত সর্বাধিক। ফলে করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ১ হাজার ১৮৭।

দেশে সংক্রমণের হারও ছাড়িয়েছে ২০ শতাংশ। অর্থাৎ পাঁচ জনের মধ্যে এক জন ব্যক্তি করোনায় আক্রান্ত হচ্ছেন। আর এই পরিস্থিতেও জোরকদমে চলছে টিকাকরণ।

গত চব্বিশ ঘণ্টায় টিকা দেওয়া হয়েছে ২৫ লক্ষ ৫৬ হাজার ১৮১ জনকে। ফলে এখনও পর্যন্ত দেশে মোট টিকা নিয়েছেন ১৪ কোটি ৭৮ লক্ষ ২৭ হাজার ৩৬৭ জন।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?