মেয়ের প্রেম ঠেকানোর মিশনে সাবেক দম্পতি

অনলাইন ডেস্ক, ২৮ এপ্রিল।। ‘মামা মিয়া’-খ্যাত ওল পার্কার পরিচালনা করছেন ‘টিকিট টু প্যারাডাইজ’। রোমান্টিক-কমেডি ধাঁচের এ ছবিতে জুলিয়া রবার্টস ও জর্জ ক্লুনির সঙ্গে যুক্ত হচ্ছেন কেটলিন ডেভার।

‘বুকস্মার্ট’-খ্যাত নবীন তারকার অন্তর্ভুক্তির খবরটি জানিয়েছে হলিউড রিপোর্টার। ইউনিভার্সেল স্টুডিও’র এ ছবি মুক্তি পাবে ২০২২ সালের ২০ সেপ্টেম্বর।

‘টিকিট টু প্যারাডাইজ’-এ সাবেক দম্পতির চরিত্রে অভিনয় করছেন জুলিয়া ও জর্জ। তাদের মেয়ে হচ্ছেন কেটলিন।

ছবিতে দেখা যাবে, প্রেমে পড়ে কেটলিন মা-বাবার মতো একই ভুল করতে যাচ্ছে। তাকে থামানোর জন্য বিভেদ ভুলে অভিযানে নামে সাবেক দম্পতি।

তখনকার মজার মজার ঘটনা ও আবেগী মুহূর্ত নিয়ে ‘টিকিট টু প্যারাডাইজ’-এর চিত্রনাট্য। অভিনয়ের পাশাপাশি এ ছবিতে প্রযোজকের দায়িত্ব পালন করছেন জুলিয়া ও জর্জ।

এ জুটি এর আগে ‘ওশান’ সিরিজ ও ‘মানি মনস্টার’ ছবিতে অভিনয় করেছেন। তবে রোমান্টিক-কমেডিতে জুটি হলেন এ প্রথমবার। প্রায় তিন বছর বড়পর্দায় নেই জুলিয়া রবার্টস।

তবে অভিনয়ের পাশাপাশি পরিচালনায়ও সময় দিচ্ছেন জর্জ ক্লুনি। এ দিকে কেটলিনকে সামনে দেখা যাবে ইউনিভার্সেলের মিউজিক্যাল মুভি ‘ডিয়ার ইভান হ্যানসেন’-এ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?