আইপিএলে ৫ হাজার রানে ‘দ্রুততম’ ডি ভিলিয়ার্স

অনলাইন ডেস্ক, ২৮ এপ্রিল।। আইপিএলে ৫ হাজার রানের মাইফলক স্পর্শ করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দক্ষিণ আফ্রিকান ব্যাটার এবি ডি ভিলিয়ার্স। বিদেশি ক্রিকেটারদের মধ্যে মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই কীর্তি তার। বলের হিসেবে দ্রুততম সময়ে এই মাইলফলক গড়লেন তিনি।

মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৪২ বলে অপরাজিত ৭৫ রানের ইনিংসের পথে এই কীর্তি গড়েন ডি ভিলিয়ার্স।

সার্বিকভাবে টুর্নামেন্টের ইতিহাসে মাত্র ষষ্ঠ ক্রিকেটার হিসেবে ৫ হাজার রান পূর্ণ করলেন এবিডি।

৫ হাজার রান পূরণে তার দরকার ছিল মাত্র ২২ রান। ইনিংসের ১৫তম ওভারের তৃতীয় বলে অক্ষর প্যাটেলকে ছক্কা হাঁকিয়ে মাইলস্টোন ছুঁয়ে ফেলেন প্রোটিয়া তারকা।

ইনিংসের নিরিখে এবিডি তৃতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে আইপিএলে ৫ হাজার রান পূর্ণ করেন। তবে বলের নিরিখে তিনিই দ্রুততম।

ওয়ার্নার ১৩৫টি ইনিংসে আইপিএলে ৫ হাজার রান করেন। বিরাট কোহলি ১৫৭ ইনিংসে, এবিডি ১৬১, শিখর ধাওয়ান ১৬৮, সুরেশ রায়না ১৭৩ ও রোহিত শর্মা ১৮৮টি ইনিংসে এই নজির গড়েন।

বলের হিসেবে এবিডি ৩২৮৮ বল খেলে ৫ হাজার রান করলেন। ওয়ার্নার ৩৫৫৪, রায়না ৩৬২০, রোহিত ৩৮১৭, কোহলি ৩৮২৭ ও ধাওয়ান ৩৯৫৬ বল খেলে এই মাইলস্টোন ছুঁয়েছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?