অনলাইন ডেস্ক, ২৮ এপ্রিল।। ভারতে করোনার সংক্রমণ বাড়লেও স্থগিত হয়নি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসর। তবে হাতেগোনা কয়েকজন ক্রিকেটার উদ্বেগ ও আতঙ্কে টুর্নামেন্টের মাঝপথে দেশে ফিরেছেন।
তার মধ্যে আছেন অ্যান্ড্রু টাই। রাজস্থান রয়্যাল ছেড়ে গত রোববার দেশে ফিরেন এই অস্ট্রেলিয়ান পেসার। দেশে ফিরে ৩৪ বছর বয়সী তারকা জানান, ভারতে করোনা পরিস্থিতি ‘হৃদয়বিদারক’।
জৈব-সুরক্ষা বলয়ের ভেতরে ভালো দেখাশোনা পেলেও এর বাইরের পরিস্থিতি নাজুক হিসেবে জানান টাই। বিবিসি’র ‘স্টাম্পড’কে তিনি বলেন, ‘আপনি প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছেন, এটা অদ্ভুত। আমি নিজেকে ওখানে এমনভাবে পেলাম, যেন পৃথিবীর বাইরের স্পর্শ আমি হারিয়ে ফেলেছি। ’
আইপিএল হলো বিশ্বের সবচেয়ে ধনী টি-টোয়েন্টি লিগ। তবে ভারতে কভিড-১৯ সংক্রমণ বাড়তে থাকায় টুর্নামেন্ট চলমান থাকবে কিনা তা এখন শঙ্কায়।