রাজ্যের বিভিন্ন স্থানে রক্তদান শিবির সংগঠিত করার উদ্যোগ গ্রহণ করেছে সংগঠন। এর অঙ্গ হিসেবে মঙ্গলবার আগরতলায় আইজিএম হাসপাতালে রক্তদান শিবির সংগঠিত করা হয়। সারা রাজ্যের ন্যায় বড়দোয়ালি, রামনগর এবং প্রতাপগড় মন্ডলের যুব মোর্চা কর্মীরা যৌথভাবে রক্তদান শিবির অনুষ্ঠিত করে মঙ্গলবার। রক্তদান শিবির অনুষ্ঠিত হয় আইজিএম হাসপাতালে। প্রায় শতাধিক যুব মোর্চার কর্মীরা এদিন রক্তদান শিবিরে অংশ নেয়।
আইজিএম হাসপাতালে এদিন তিনটি মণ্ডলের যুব মোর্চার সভাপতিও উপস্থিত ছিলেন। এ ধরনের রক্তদান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানান কর্মীরা। সামাজিক দায়িত্ববোধের অঙ্গ হিসেবে যুব মোর্চার পক্ষ থেকে এ ধরনের রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে বলে যুব মোর্চার নেত্রী বৃদ্ধ জানিয়েছেন।