অনলাইন ডেস্ক, ২৮ এপ্রিল।। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রতিদ্বন্দ্বী ইরানের প্রতি সুর কিছুটা নরম করে বলেছেন, তিনি দেশটির সঙ্গে ভালো সম্পর্ক চান।
ইরাকের রাজধানী বাগদাদে উভয় দেশের মধ্যে সম্প্রতি গোপন বৈঠকের পর সৌদি যুবরাজ এমন মনোভাব ব্যক্ত করেন। খবর: বাসস।
মধ্যপ্রাচ্যের অন্যতম প্রতিদ্বন্দ্বী দু’টি দেশ সৌদি আরব ও ইরান বাগদাদে বৈঠক করেছে বলে সম্প্রতি ইরাকের একজন সরকারি কর্মকর্তা ও এক পশ্চিমা কূটনীতিক জানিয়েছেন।
সৌদি আরবে ২০১৬ সালে বিশিষ্ট একজন শিয়া আলেমের শিরশ্ছেদকে কেন্দ্র করে ইরানে সৌদি কূটনীতিক মিশনে তেহরানের বিক্ষুব্ধ লোকজন হামলা চালায়। এ কারণে তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে রিয়াদ।
সম্পর্ক পুনরুদ্ধারের লক্ষ্যে ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল খাদেমির সহায়তায় উভয় দেশ এ বৈঠক করেছে বলে জানা গেছে। যদিও যুবরাজ বৈঠকের বিষয়ে কিছু উল্লেখ করেননি।
মঙ্গলবার প্রচারিত এক টেলিভিশন সাক্ষাৎকারে যুবরাজ বলেন, ‘ইরান আমাদের প্রতিবেশী দেশ। আমরা সকলে দেশটির সঙ্গে ভালো ও বিশেষ সম্পর্ক চাই। ’
তিনি আরও বলেন, ‘ইরানের পরিস্থিতি জটিল হোক আমরা তা চাই না। দেশটির নেতিবাচক আচরণ কেন্দ্রিক সমস্যা সমাধানে আমরা আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করছি। ’
এদিকে এর আগে এক সাক্ষাৎকারে সালমান ইরানের প্রতি অভিযোগ তুলে বলেছিলেন, তেহরান আঞ্চলিক অস্থিতিশীলতা উস্কে দিচ্ছে।