অনলাইন ডেস্ক, ২৮ এপ্রিল।। করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে ভারতে ফের বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা। এর প্রভাবে বর্তমানে দেশে দৈনিক তিন লক্ষের অধিক মানুষ আক্রান্ত হচ্ছেন। পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যাও।
আর এই ভয়াবহ পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বলিউড অভিনেতা অজয় দেবগণ। আই সি ইউ বেড তৈরি করার জন্য দান করলেন ১ কোটি টাকা।
জানা গিয়েছে, মুম্বইয়ের শিবাজী পার্কের ভারত স্কাউট ও গাইড হলে ২০ বেডের আই সি ইউ ইউনিট তৈরি হচ্ছে। আর এই ইউনিট তৈরি করার জন্য বৃহনমুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনকে ১ কোটি টাকা দিয়েছেন বলিউড অভিনেতা।
সুত্রের খবর, এই আই সি ইউ ইউনিটে অক্সিজেন, ভেন্টিলেটরের ব্যবস্থা থাকবে। আর পাশে থাকা হিন্দুজা হাস্পাতালের চিকিৎসক, নার্স ও কর্মীরা এই নতুন ইউনিটে আক্রান্তদের চিকিৎসা করবেন।
প্রসঙ্গত, দেশে করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে ইতিমধ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সনু সুদ ও সলমন খানের মত অভিনেতারা। এই তালিকায় নতুন নাম সংজোযন হল অজয় দেবগণের।
জানা গিয়েছে, এই মুহূর্তে নিজের পরিচালিত ছবি ‘মে ডে’-র শ্যুটিংয়ে ব্যস্ত অজয়। খুব শীঘ্রই ‘আর আর আর’ ছবিতেও দেখা যাবে তাঁকে।