কৈলাশহরে শিক্ষক নেতার প্রাইভেট টিউশনি ঘিরে বেকার তীব্র ক্ষোভের সঞ্চার

স্টাফ রিপোর্টার, কৈলাসহর, ২৬ এপ্রিল।। কৈলাশহরে এক শিক্ষক নেতার প্রাইভেট টিউশনি ঘিরেবেকার যুবক-যুবতীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। সরকারি নির্দেশ অমান্য করে লকডাউন চলাকালেও ব্যাপক সংখ্যক ছাত্রছাত্রী একসঙ্গে টিউশনি করে চলেছেন।বাম আমলের শিক্ষক নেতা রং পাল্টে রাম আমলেও শিক্ষক নেতা বনে গিয়ে কেল্লা ফতে। বাম আমলের মতো রাম আমলেও এই শিক্ষক নেতা রাজ্য সরকার, শিক্ষা দপ্তর এমনকি দপ্তরের মন্ত্রীকে পাত্তাই দিচ্ছেন না। বরং শিক্ষা দপ্তরের মন্ত্রীর আদেশকে বুড়ো আংগুল দেখিয়ে চলছে এই শিক্ষক নেতা।

চাকুরির সুবাদে কৈলাসহরে এসে প্রথমেই নিজ স্কুলের এক ছাত্রীর উপর কুনজর পড়েছিল এই গুনধর শিক্ষকের। গুনধর এই শিক্ষক ততকালীন বাম আমলে শিক্ষা দপ্তরের কথায় পাত্তা না দিয়ে দিনের পর দিন, বছরের পর বছর প্রকাশ্যে টিউশন বানিজ্য চালিয়ে গেছে। দপ্তরের তরফে কয়েকবার অন্যান্য শিক্ষকদের সতর্ক করা হলেও গুনধর এই শিক্ষক নেতাকে স্থানীয় শিক্ষা দপ্তরের আধিকারিকরা কিছু বলার সাহস পান নি। গুনধর এই শিক্ষক রাজমোহন সূত্রধরের বাড়ি আগরতলা হলেও উনার শ্বশুর বাড়ি কৈলাসহরে হবার সুবাদে পিডব্লিউডি রোড এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকেন ।

বর্তমানে উনি গোলধারপুর রুদ্র সিংহ হায়ার সেকেন্ডারি স্কুলের বিজ্ঞান শিক্ষক। দিব্যি ভাড়া বাড়িতে প্রকাশ্যে দিন রাত টিউশন করে যাচ্ছেন। তাও আবার এক দুজন ছাত্র ছাত্রী নয়। প্রতি ব্যাচে একসাথে দশ পনেরো জন করে ছাত্র ছাত্রী পড়াচ্ছেন। প্রতিদিন তিন থেকে চারটি ব্যাচ পড়াচ্ছেন। গুনধর এই শিক্ষক নেতার টিউশনির কাহিনি এখানেই শেষ নয়, স্বামী স্ত্রী দিনের পর দিন কৈলাসহরে থেকে চাকুরী করছেন এবং কৈলাসহর থেকে কোনো অবস্থাতেই বাইরে গিয়ে যাতেস্বামী স্ত্রী চাকুরী করতে না হয় তারজন্য বেছে বেছে শাসক দলের প্রভাবশালী নেতাদের বাড়িতে গিয়ে নেতাদের ছেলে মেয়েদের পড়াচ্ছেন। এসব করে গুনধর এই শিক্ষক নেতা বাম আমলের মতো রাম আমলেও ধরাকে সরা জ্ঞান করছেন।

একই পরিবারের স্বামী স্ত্রী দুজন সরকারি স্কুলের শিক্ষক হবার পরও অর্থলোভী এই গুনধর শিক্ষক নাকি সমাজের মেরুদণ্ড। অর্থ লোভী, অর্থ পিপাসু শিক্ষক রাজমোহন সূত্রধর উনার টিউশনি বানিজ্যটা প্রকাশ্যে না আসার জন্য আমাদের প্রতিনিধি ছবি সংগ্রহ করার সময় উনি হাতে ধরে নিউজ প্রকাশ না করার জন্য অনুরোধ শুরু করেন এর পাশাপাশি বড় মাপের অর্থেরও প্রলোভন দেন। এই শিক্ষক রুপী অর্থ লোভী অর্থ পিপাসু মেরুদণ্ডহীন শিক্ষক অনেক জায়গায়ই বলছেন যে, স্কুল বন্ধ থাকার কারনে ছাত্রছাত্রীদের অভিভাবকদের অনেক অনুরোধের পর উনি ছাত্র ছাত্রীদের বিনামূল্যে কোচিং দিচ্ছেন। এভাবে মিথ্যা কথা বাজারে প্রচার করে উনি অবৈধভাবে টিউশনি করে মাসে কয়েক লক্ষ টাকা কামাই করছেন।

এব্যাপারে ঊনকোটি জেলার শিক্ষা দপ্তরের আধিকারিক শ্যামল জানান যে, কৈলাসহরে একজন সরকারি শিক্ষক অবৈধভাবে টিউশনি করার খবর পেয়েছেন এবং এটার তদন্ত চলছে। শ্যামল বাবু স্বীকার করেন, রাজমোহন সূত্রধর গোলধারপুর রুদ্র সিংহ হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক। শ্যামল দাশ জানান যে, উনি এব্যাপারে তদন্ত করে দেখবেন এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবেন। অর্থলোভী এই শিক্ষকের নিকট আত্মীয় দপ্তরের রাজ্য অধিকর্তার অফিসে কর্মরত থাকার সুবাদে এই শিক্ষকের নামে কোনো অভিযোগ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের গোচরে যায় না। এখন দেখার বিষয় দপ্তর এব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয় কিনা নাকি অন্যান্য বারের মতো এবারও নিকট আত্মীয়ের এবং রাজনৈতিক নেতাদের ইসারায় সবকিছু ধামাচাপা পড়ে যায়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?