তিনি জানান উপ-স্বাস্থ্যকেন্দ্রের ভ্যাকসিন সরবরাহ করা হচ্ছে না। মজুদ নেই বলেই এখানে ভ্যাকসিন পাঠানো হচ্ছে না বলে তিনি মনে করেন। ভ্যাকসিন নিতে এসে যাতে কেউ হয়রানির শিকার না হয় সেজন্য উপস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে আশা কর্মীদের মাধ্যমে বাড়ি বাড়ি খবর পাঠানো হয়েছে বলেও তিনি জানান। কিন্তু বাস্তবে দেখা গেছে আশা কর্মীরা এ বিষয়ে মানুষকে অবগত করেনি।
সে কারণেই সোমবার সকাল থেকে উপস্বাস্থ্য কেন্দ্রের সামনে মানুষ দীর্ঘ লাইনে ভ্যাকসিন নেওয়ার জন্য অপেক্ষা করতে থাকেন। প্রচন্ড গরমের মধ্যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মানুষকে দুর্ভোগ পোহাতে হয়েছে। তাতে ভ্যাকসিন নিতে আসা লোকজনের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। কবে নাগাদ উত্তর চড়িলাম উপস্বাস্থ্য কেন্দ্রে পুনরায় ভ্যাকসিন দেওয়া হবে সে বিষয়ে এখনও নিশ্চিত ভাবে কিছুই বলতে পারছেন না উপস্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত মাল্টিপারপাস ওয়ার্কার অপর্ণা পাল।