রাজ্যের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন নেই

vac

স্টাফ রিপোর্টার, ধর্মনগর, ২৭ এপ্রিল।। রাজ্যের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন নেই। ফলে ভ্যাকসিন নিতে আসা সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন। সংকট দূরীকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকার ও স্বাস্থ্য দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন সাধারণ মানুষ জন। বর্তমানে ভারতবর্ষে ত্রাহি ত্রাহি পরিস্থিতির সৃষ্টি হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ।

সাধারণ জনগণকে করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা করতে দেশব্যাপী চলছে করোনা ভাইরাসের টিকা করণ কর্মসূচি। করোনার টিকার স্বল্পতা থাকলে কেন্দ্র অথবা রাজ্য সরকার বিষয়টি ঘোষণা করার কথা। কেন্দ্র ও রাজ্য সরকার কোন বিবৃতি দেয়নি করোনার টিকা স্বল্পতা নিয়ে ।তারপরও কিভাবে করোনা ভাইরাসের টিকা শেষ হয়ে গেল হাসপাতালে, তা নিয়ে দেখা দিয়েছে হাজারো প্রশ্ন। এ ধরনের অভিযোগ মিলেছে উত্তর জেলার কদমতলা সামাজিক হাসপাতলে। করোনা ভাইরাসের টিকা নিতে এসে হয়রানির শিকার সাধারণ জনগণ।

বয়স্ক পুরুষ মহিলারা দীর্ঘ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানোর পর ভ্যাকসিন নেই বলে কর্তব্যরত স্বাস্থ্যকর্মীরা জানিয়ে দেয়। সাধারণ জনগণ স্বাস্থ্যকর্মীদের এহেন বক্তব্য ও আচরণে একপ্রকার ক্ষুব্ধ হয়ে উঠেন। এমনকি স্বাস্থ্যকর্মীদের মুখে নেই মাস্ক,নেই সামাজিক দূরত্ব। পুনরায় জনগণকে কবে টিকা প্রদান করা হবে জিজ্ঞেস করলে উনারা কোন সদুত্তর দিতে পারেননি। শুধু বলেন, ভ্যাকসিন আসলেই টিকা দেওয়া হবে।

কদমতলা সামাজিক হাসপাতালে টিকা প্রদান বন্ধ হওয়াতে স্থানীয়দের মধ্যে করোনা ভাইরাসের আতঙ্ক দ্বিগুণ মাত্রায় বেড়ে গেছে।অবিলম্বে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন প্রদানের জন্য স্থানীয় জনগণ রাজ্য সরকার এবং স্বাস্থ্য দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?