কোন কিছু বুঝে ওঠার আগেই আগরতলা থেকে সাব্রুমগামী একটি রেল দ্রুত বেগে ছুটে আসে। তৎক্ষণাৎ হাবুল সবর রেল লাইন থেকে সরে যাওয়ার সুযোগ পায়নি। রেলে কাটা পড়ে হাবুল সবরের মর্মান্তিক মৃত্যু হয়। তার দেহ ছিন্নভিন্ন করে দিয়ে চলে যায় ট্রেনটি ।ঘটনাস্থলেই ছড়িয়ে ছিটিয়ে পড়ে তার মৃতদেহ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে।প্রথমাবস্থায় যুবকের পরিচয় পাওয়া যায়নি ।দীর্ঘ কয়েক ঘণ্টা পর পুলিশ তদন্ত করে যুবকের পরিচয় পায়।
উল্লেখ্য এই এলাকায় রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছে আরও কয়েকজনের। স্থানীয়দের অভিযোগ এই এলাকা দিয়ে তীব্র গতিতে রেল চলাচল করে । যার দরুন প্রতিনিয়তই রেলে কাটা পড়ে মৃত্যু হচ্ছে এলাকার মানুষের ।আরও অভিযোগ ওই এলাকাতে রেল চলাচলের সময় যদি হর্ন বাজিয়ে চলত তাহলে এ ধরনের দুর্ঘটনা ঘটতো না। সাতসকালে তরতাজা যুবকের অকাল প্রয়াণে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।