মধুপুর বাজার এলাকার মানুষজন দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন

স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২৬ এপ্রিল।। বিশালগড় মহাকুমার মধুপুর বাজার এলাকার ব্যবসায়ী মানুষজন দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন। মধুপুর পঞ্চায়েতে জল উত্তোলক পাম্প মেশিন দীর্ঘ দিন ধরে বিকল হয়ে রয়েছে। এটি সংস্কারের তেমন কোন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। এই পাম্পের ওপর নির্ভর করে বেঁচে আছেন মধুপুর বাজার সহ পার্শ্ববর্তী এলাকার মানুষজন।

পাম্প মেশিন তিন চার পাঁচ মাস ধরে বিকল হয়ে পড়ে থাকায় এলাকায় জল সরবরাহ বন্ধ। তীব্র দাবদাহে এরমধ্যে পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে পড়ায় মধুপুর এলাকার মানুষজন মহা সংকটে পড়েছেন। এলাকার মানুষজন পাইপলাইনে সরবরাহকৃত জলের ওপর নির্ভরশীল ছিলেন। এলাকায় জলের বিকল্প কোন উৎসব নেই। মধুপুর বাজারের ব্যবসায়ীরা জানান জল না থাকায় তাদেরকে মানুষের বাড়িঘর থেকে জল এনে চাহিদা মেটাতে হচ্ছে। অনেকের বাড়িতেই টিউবওয়েল কিংবা বিকল্প কোন জলের উৎস নেই। ফলে ওইসব এলাকায় বসবাসকারী মানুষজন জটিল সমস্যায় পড়েছেন।

এলাকায় পরিস্রুত পানীয় জল সরবরাহের বিষয়ে স্থানীয় পঞ্চায়েত প্রশাসনের কর্মকর্তাদের দেয়া হয়েছে। কিন্তু কেউ কোনো পদক্ষেপ গ্রহণ করছে না বলে অভিযোগ। এ ধরনের পরিস্থিতি চলতে থাকলে এলাকার মানুষজন তৃষ্ণা মেটানোর জল পাবেন না। তাতে পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে। মধুপুর পঞ্চায়েতে বিকল হয়ে পড়া জলের উৎসটি পুনরায় সংস্কার করে জল সরবরাহের ব্যবস্থা করতে এলাকাবাসীর তরফ থেকে প্রশাসনের কাছে জোরালো দাবি জানানো হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?