পাম্প মেশিন তিন চার পাঁচ মাস ধরে বিকল হয়ে পড়ে থাকায় এলাকায় জল সরবরাহ বন্ধ। তীব্র দাবদাহে এরমধ্যে পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে পড়ায় মধুপুর এলাকার মানুষজন মহা সংকটে পড়েছেন। এলাকার মানুষজন পাইপলাইনে সরবরাহকৃত জলের ওপর নির্ভরশীল ছিলেন। এলাকায় জলের বিকল্প কোন উৎসব নেই। মধুপুর বাজারের ব্যবসায়ীরা জানান জল না থাকায় তাদেরকে মানুষের বাড়িঘর থেকে জল এনে চাহিদা মেটাতে হচ্ছে। অনেকের বাড়িতেই টিউবওয়েল কিংবা বিকল্প কোন জলের উৎস নেই। ফলে ওইসব এলাকায় বসবাসকারী মানুষজন জটিল সমস্যায় পড়েছেন।
এলাকায় পরিস্রুত পানীয় জল সরবরাহের বিষয়ে স্থানীয় পঞ্চায়েত প্রশাসনের কর্মকর্তাদের দেয়া হয়েছে। কিন্তু কেউ কোনো পদক্ষেপ গ্রহণ করছে না বলে অভিযোগ। এ ধরনের পরিস্থিতি চলতে থাকলে এলাকার মানুষজন তৃষ্ণা মেটানোর জল পাবেন না। তাতে পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে। মধুপুর পঞ্চায়েতে বিকল হয়ে পড়া জলের উৎসটি পুনরায় সংস্কার করে জল সরবরাহের ব্যবস্থা করতে এলাকাবাসীর তরফ থেকে প্রশাসনের কাছে জোরালো দাবি জানানো হয়েছে।