এই চড়ক মেলাতে এলাকার উৎসব প্রেমী মানুষ ভিড় জমান ।চড়ক দেখতে জনসাধারণের মধ্যে ছিল না কোন সামাজিক দূরত্বের বালাই। অনেকেরই মুখে ছিল না মাস্ক। রাজ্য সরকারের আইনকে বুড়ো আংগুল দেখিয়ে চলছিলো চড়ক মেলা। তার আড়ালে মাঠের পিছন দিকে চলছিল জুয়ার আসর। সেই খবর আসে আমাদের প্রতিনিধির কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান আমাদের প্রতিনিধি । ধর্মনগর মহকুমার সাংবাদিকদের ক্যামেরা দেখে হতভম্ব হয়ে যায় জুয়াড়িরাা।
যে যেদিকে পারে দৌড়াতে থাকে। এলাকাবাসী সূত্রে খবর, জুয়া খেলার অনুমতি দেয়নি মেলা কমিটি ।কিন্তু সেখানে সমাজের দুই বুদ্ধিজীবী কাঞ্চন মূল্যের বিনিময় জুয়ার আসর বসানোর অনুমতি দিয়েছে। কদমতলার থানার পুলিশ বাবুরা কিভাবে বড়গুল স্কুল মাঠে চড়ক মেলাতে জুয়ার আসর বসানোর সুযোগ দিল তা নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয় মানুষের মনে।তাহলে কি সর্ষের মধ্যেই ভূত বিরাজ করছে।