রাজ্যে সমস্ত ধরনের যানবাহনের ক্ষেত্রে ভাড়া বৃদ্ধি করা হয়েছে গড়ে ২০ থেকে ২৫ শতাংশ

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৬ এপ্রিল।। রাজ্যে সমস্ত ধরনের যানবাহনের ক্ষেত্রে ভাড়া বৃদ্ধি করা হয়েছে। বিভিন্ন ধরনের যানবাহন অনুযায়ী এই ভাড়া বৃদ্ধির হার গড়ে ২০ থেকে ২৫ শতাংশ। আজ মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে পরিবহণমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ভাড়া বৃদ্ধি সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, গত ২০১৮ সালের জুলাই মাসে রাজ্যে যানবাহনের সর্বশেষ ভাড়া বৃদ্ধি করা হয়েছিলো। বর্তমানে ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে ৩২ শতাংশ এবং পেট্রোল ও সি এন জি-র দাম ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এছাড়াও যানবাহনের যন্ত্রাংশ সহ অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্রের দাম বৃদ্ধির কারণে সরকারকে বাধ্য হয়েই পরিবহণ ব্যবস্থাকে সচল রাখার স্বার্থে ভাড়া বৃদ্ধি করার সিদ্ধান্ত নিতে হয়েছে। পরিবহণমন্ত্রী জানান, ভাড়া বৃদ্ধির সাথে সাথে জনসাধারণের সুবিধার্থে পরিবহণ ক্ষেত্রে বেশ কিছু নতুন পদক্ষেপ কার্যকর করা হবে। নতুন পদক্ষেপ সমূহের মধ্যে রয়েছে পার্বত্য এলাকায় ছোট বাস পরিষেবা চালু করা। কাঞ্চনপুর-ভাঙমুন এবং যতনবাড়ি থেকে মন্দিরঘাট রুটে বিশেষ ভাড়ায় মিনিবাস সার্ভিস চালু করা হবে। এরজন্য প্রত্যেক যাত্রীকে মিনি বাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটার পিছু ১ টাকা ২০ পয়সা এবং ছোট বাসের ক্ষেত্রে যাত্রীপিছু ১ টাকা ৪৫ পয়সা প্রতি কিলোমিটার ভাড়া হিসেবে দিতে হবে৷ এছাড়াও এক্সপ্রেস ক্যাটাগরির বাস সার্ভিস চালু হচ্ছে যেখানে নির্ধারিত স্টপেজে সেই সমস্ত গাড়িগুলি থামবে।

এক্ষেত্রে ভাড়া সাধারণ ক্যাটাগরি থেকে ১৫ শতাংশ বেশি হবে। এরজন্য পরিবহণ দপ্তর বিশেষ পারমিট দেওয়ার ব্যবস্থা করবে পরিবহণমন্ত্রী আরও জানান, অর্ডিনারি বাসের ক্ষেত্রে বর্তমান ভাড়া প্রতি যাত্রী এবং প্রতি কিমি পিছু ৫৮ পয়সা থেকে বাড়িয়ে ৭৩ পয়সা করা হয়েছে। মিনি বাসের ক্ষেত্রেও যাত্রীভাড়া বর্তমান প্রতি যাত্রী এবং প্রতি কিমি পিছু ৭২ পয়সা থেকে ৯০ পয়সা করা হয়েছে। এসি বাসের ভাড়া বৃদ্ধি করা হয়নি। তিনি জানান, সিটি বাস সার্ভিসকে আরও কার্যকর করার লক্ষ্যে আগরতলা স্মার্ট সিটি প্রকল্পে শহরের বিভিন্ন স্থানে বাস স্টপ তৈরি করা হয়েছে। সিটি বাসের ভাড়া ২ কিলোমিটারের জন্য যাত্রীপিছু ৬ টাকা করা হয়েছে। যাত্রীসাধারণের সুবিধার্থে রাত্রি ৯টা থেকে ভোট ৫টা পর্যন্ত নাইট বাস সার্ভিসও চালু করা হবে।

এক্ষেত্রে যাত্রীকে সাধারণ ক্যাটাগরির ভাড়ার তুলনায় অতিরিক্ত ২৫ শতাংশ ভাড়া বেশি দিতে হবে। পরিবহণমন্ত্রী আরও জানান, বর্তমান রাজ্য সরকার দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত ৭ হাজার নতুন অটোর পারমিট দিয়েছে। বর্তমানে রাজ্যে কনট্রাক্ট এবং মিটার এই দুই ধরনের অটো পরিষেবা চালু রয়েছে। কনট্রাক্ট অটোর ক্ষেত্রে বর্তমান ভাড়া প্রতি যাত্রী এবং প্রতি কিমি পিছু ৭ টাকা ২০ পয়সা থেকে বাড়িয়ে ৮ টাকা ৬৬ পয়সা করা হয়েছে। মিটার অটোর ক্ষেত্রে ২ কিলোমিটারের জন্য ভাড়া করা হয়েছে ২০ টাকা।

কিন্তু ২ কিলোমিটারের পর প্রতি ১০০ মিটারে ভাড়া ১ টাকা করে বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও মিটার অটোর ক্ষেত্রে প্রতি ৫ মিনিটের জন্য ৫ টাকা করে ওয়েটিং চার্জ ধার্য করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে পরিবহণ দপ্তরের প্রধান সচিব শ্রীরাম তরণীকান্ত জানান, যাত্রীদের সুবিধার্থে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালু করা হবে। গাড়ির ভেতরে ভাড়ার চার্ট দেওয়া থাকবে এবং রাজ্যের বিভিন্ন মোটরস্ট্যান্ডেও ভাড়ার তালিকা বিজ্ঞাপিত করা হবে। এক্সপ্রেস বাসের ক্ষেত্রে বিজ্ঞপ্তি জারি করা হবে এবং পরিবহণ দপ্তর এই সংক্রান্ত গাইডলাইন প্রকাশ করবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?