আহত যুবকের অবস্থা সংকটজনক হওয়ায় বিশালগড় হাসপাতাল থেকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত সাড়ে নয়টা নাগাদ তার মৃত্যু হয়। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই জাঙ্গালিয়া এলাকায় শোকের ছায়া নেমে আসে। দুর্ঘটনায় মৃত যুবকের এক নিকট আত্মীয় জানান সে রবিবার বিকেল নাগাদ বাইক নিয়ে বাড়ি থেকে বের হয়। নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে জাঙ্গালিয়ায় রাস্তার পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে বাইকের ধাক্কা লাগে। তাতে বাইক নিয়ে ছিটকে পড়ে সে গুরুতরভাবে আহত হয়।
স্থানীয় লোকজন সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দেন। বিশালগড় হাসপাতাল থেকে তাকে জিবিতে স্থানান্তর করা হয়। খবর পেয়ে পরিবারের লোকজন জিবি হাসপাতালে ছুটে আসেন। কিন্তু শেষ রক্ষা করা যায়নি। বিশালগড় থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। বাইক চালককের দ্রুতগামীতা ও অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।