অনলাইন ডেস্ক, ২৬ এপ্রিল।। করোনার কঠিন এই সময়ে আইপিএল অথবা পিএসএলের মতো লিগ আয়োজনের ব্যাপারে বিসিসিআই এবং পিসিবিকে ভেবে দেখতে বলেছেন শোয়েব আকতার।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করা ভিডিওতে শোয়েব বলেছেন, ‘এখন কঠিন সময়। সব সম্পদ অসহায় মানুষের সাহায্যে লাগানো উচিত। ’শোয়েব মনে করেন, ‘আইপিএল এখন গুরুত্বপূর্ণ নয়।
এটার পেছনে খরচ করা টাকাগুলো দিয়ে অক্সিজেন ট্যাংক কিনুন। যা কিনে মরতে বসা মানুষগুলোকে বাঁচাতে পারবে। আমাদের এখন ক্রিকেটীয় বিনোদন প্রয়োজন নেই। আমাদের ভারত ও পাকিস্তানে মানুষের জীবন বাঁচাতে হবে। এখন মানুষের প্রতিপন্ন হওয়ার মুখে। ’
নিজ দেশের মানুষদেরও সতর্ক করেন শোয়েব। যেকোনো সময় পাকিস্তানে মহামারীর নতুন ঢেউয়ের ধাক্কা লাগতে পারে বলে অভিমত তার। তাই আগে থেকেই সবাইকে সতর্ক থেকে এর বিরুদ্ধে লড়ার আহ্বান জানিয়েছেন, ‘পাকিস্তান এখন ঠিক কিনারায় দাঁড়িয়ে আছে। আর মাত্র ১০ শতাংশ অক্সিজেন বাকি রয়েছে।
মানুষজন কোনো নিয়ম মানছে না। তাই আমি সরকারকে বলব, আগামী ১০-১৫ দিনের জন্য কারফিউ জারি করুন। এখন ঈদের কেনা-কাটার কোনো প্রয়োজন নেই। সবাইকে সচেতন হতে এবং নিজের খেয়াল রাখতে হবে। ‘