মিয়ানমারে শান্তি ফেরাতে আসিয়ানের ৫ দফাকে স্বাগত বিরোধীদের

অনলাইন ডেস্ক, ২৫ এপ্রিল। মিয়ানমারে শান্তি ফেরাতে আঞ্চলিক জোট আসিয়ানের দেওয়া পাঁচ দফা প্রস্তাবকে স্বাগত জানিয়েছে দেশটির জান্তাবিরোধী ছায়া সরকার। সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আইনপ্রণেতাদের এই সরকারের এক মুখপাত্র বলেন, সহিংসতা বন্ধের আহ্বান ‘উৎসাব্যাঞ্জক খবর’। খবর: এএফপি’র। জাতীয় ঐক্যের সরকারের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী বলেন, ‘জাতীয় ঐক্যের সরকার এই দাবিই করে আসছিল।’

এর আগে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শনিবার আসিয়ান নেতাদের বৈঠক শেষে জোটের পক্ষ থেকে আলোচনায় মধ্যস্থতাসহ পাঁচ দফা প্রস্তাব দেওয়া হয়েছে। মিয়ানমারে রক্তপাত বন্ধ করতে আয়োজিত এ বৈঠকে দেশটির সেনাপ্রধান মিন অং হ্লাইং উপস্থিত ছিলেন। পাঁচ দফা প্রস্তাবে বলা হয়েছে- মিয়ানমারে বিবদমান সব পক্ষ তাৎক্ষণিকভাবে সহিংসতার পথ ত্যাগ করবে ও চূড়ান্ত সংযম পালন করবে। জনগণের স্বার্থে শান্তিপূর্ণ উপায়ে সমস্যা সমাধানের উপায় খুঁজতে সংশ্লিষ্ট সব পক্ষকে গঠনমূলক সংলাপ শুরু করতে হবে।

আসিয়ানের সেক্রেটারি জেনারেলের সহায়তায় জোটের চেয়ারম্যানের বিশেষ দূত সংলাপে মধ্যস্থতা করবেন। সম্মেলনের আয়োজক দেশ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেন, জান্তা সরকারকে মিয়ানমারে সহিংসতা বন্ধের প্রতিশ্রুতি দিতে হবে। গণতন্ত্র, স্থিতিশীলতা ও শান্তি পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন মিয়ানমারে চলমান হত্যা ও নৃশংসতা বন্ধের আহ্বান জানিয়ে বলেন, ‘আমি আশা করবো- রাজনৈতিক বন্দীদের অবিলম্বে মুক্তি দিতে মালয়েশিয়ার পক্ষ থেকে দেওয়া প্রস্তাব মিয়ানমার নিঃশর্তভাবে বিবেচনা করবে।’

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?