সাংবাদিক তন্ময় চক্রবর্তীর জীবনাবসান, বিভিন্ন মহলে শোকের ছায়া, স্মৃতির রোমন্থন করে পোস্ট স্যোশাল মিডিয়ায়

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৫ এপ্রিল৷৷ রাজ্যের তরুণ প্রতীভাবান সাংবাদিক তন্ময় চক্রবর্তীর জীবনাবসান হয়েছে৷ রবিবার সন্ধ্যায় আগরতলায় একটি বেসরকারী হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ঊনচল্লিশ বছর৷

তাঁর মৃত্যুতে সংবাদ জগতের পাশাপাশি রাজনৈতিক, অরাজনৈতিক সহ বিভিন্ন মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ প্রত্যেকেই তন্ময় চক্রবর্তীর মৃত্যুতে শোকস্তব্ধ৷
জানা গিয়েছে, গত কিছুদিন যাবৎ তিনি লিভার সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন৷ তারমধ্যেই তিনি করোনায় আক্রান্ত হন৷ তাঁকে আগরতলায় একটি বেসরকারী হাসপাতালে ভরতি করানো হয়৷ তাঁর দ্রুত আরোগ্য কামনা করছিলেন সংবাদ জগত সহ তার শুভাকাঙ্খিরা৷

কিন্তু, শেষ রক্ষা হল না রবিবার সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন৷ এদিন সন্ধ্যায় করোনা বিধি মেনে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে আগরতলায় বটতলা মহাশ্মশানে৷
এদিকে, তাঁর মৃত্যুতে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের তরফ থেকে শোক প্রকাশ করা হয়েছে৷ রাজ্যের তরুণ সাংবাদিক তথা দিনরাত চ্যানেল এর নিউজ এডিটর  তন্ময় চক্রবর্তীর অকাল প্রয়াণে গভীরভাবে শোকাহত ফোরাম ফর ডেমোক্রেসি এন্ড প্রটেকশন অব মিডিয়া কমিউনিটি৷ তিনি দীর্ঘদিন ধরে লিভারজনিত সমস্যায় ভুগছিলেন৷

গত কয়েকদিন ধরে তিনি দুরারোগ্য এই ব্যাধি নিয়ে আই এল এস হাসপাতালে ভর্তি ছিলেন৷ তিনি আজ রাত ৮ টা ২০  মিনিটে শেষনিঃশ্বাস ত্যাগ করেন৷ রাজ্যের সংবাদ জগতে তরুণ প্রজন্মের সাংবাদিকদের মধ্যে নৈতিকতার নিদর্শন রেখে গেছেন প্রয়াত সাংবাদিক তন্ময় চক্রবর্তী৷ এই সাংবাদিকের অকাল প্রয়াণে এফডিপিএমসি গভীরভাবে শোকাহত এবং তার পরিবারের ও প্রিয়জনের প্রতি সমবেদনা জানাচ্ছে৷

এদিকে, রাজ্যের প্রতিভাবান সাংবাদিক ও চ্যানেল দিনরাত-র কর্মকর্তা তন্ময় চক্রবর্তী আজ রাত ৮.২০ মিনিটে স্বল্প রোগ ভোগের পর রাজ্যের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৯ বছর৷ মৃত্যুকালে তিনি বয়স্ক পিতা-মাতা, স্ত্রী, পাঁচ বছরের কন্যা সন্তান সহ প্রচুর আত্মীয়-স্বজন, বন্ধু বান্ধব রেখে গেছেন৷  তাঁর অকাল প্রয়ানে রাজ্যের সাংবাদিকদের ঐক্যমঞ্চ অ্যাসেম্বলি অব জার্নালিস্টস শোক প্রকাশ করেছে ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে৷ অ্যাসেম্বলি অব জার্নালিস্টস তন্ময়ের পরিবারের পাশে থাকার অঙ্গীকার করছে৷

তন্ময় চক্রবর্তী ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মাস কমুনিক্যাশন ও জার্নালিজম বিভাগে প্রথম ব্যচের স্নাতকোত্তর ডিগ্রীধারীদের একজন এবং এবিষয়ে পি এইচ ডি ডিগ্রি লাভের চুড়ান্ত পর্যায়ে ছিলেন৷  তিনি দীর্ঘদিন ধরে যকৃতের সমস্যায় ভোগ ছিলেন৷ সম্প্রতি কোভিড -এ আক্রান্ত হন এবং এরপরই তার স্বাস্থ্যের অবনতি ঘটে৷  আপ্রাণ চেষ্টার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি৷  তন্ময় শুরু থেকেই সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষার লড়াইয়ে অ্যাসেম্বলি অব জার্নালিস্টস-র প্রথমসারির যুদ্ধা ছিলেন৷

ইতিমধ্যে, অ্যাসেম্বলি অব জার্নালিস্টস -র সাধারণ সম্পাদক শানিত দেবরায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব -র সঙ্গে তন্ময়ের বর্তমান চিকিৎসা সংক্রান্ত সমস্ত ব্যয় ভার বহন করার অনুরোধ জানান এবং মুখ্যমন্ত্রী এই দাবির প্রতি সহমত পোষণ করেন৷ সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে তা হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েও দেওয়া হয়৷

এজন্য অ্যাসেম্বলি অব জার্নালিস্টস রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছে৷ এপ্রসঙ্গে অ্যাসেম্বলি অব জার্নালিস্টস ত্রিপুরা সরকারকে পূর্ব প্রতিশ্রুতি মোতাবেক রাজ্যের সমস্ত সাংবাদিকদের দ্রুত স্বাস্থ্যবিমার আওতায় আনার দাবি জানাচ্ছে৷ এদিকে, আগরতলা প্রেসক্লাবের তরফ থেকেও সাংবাদিক তন্ময় চক্রবর্তীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করা হয়েছে৷ শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানানো হয়েছে৷ সেই সাথে খুমুলুঙ প্রেসক্লাবের তরফ থেকে শোক প্রকাশ করা হয়েছে৷ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস ইউনিয়নও শোকা প্রকাশ করেছে৷

এদিকে, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তন্ময় চক্রবর্তীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন৷ তিনি শোক বার্তায় বলেন,  তরুণ সাংবাদিক তন্ময় চক্রবর্তীর অকাল প্রয়াণে আমি গভীর শোকাহত৷ তাঁর মতো বলিষ্ঠ সাংবাদিকের জীবনাবসান রাজ্যের সাংবাদিকতা জগতের বড় ক্ষতি৷ আমি তাঁর বিদেহী আত্মার চির শান্তি কামনা করি৷ প্রভু তাঁর চরণে প্রয়াতর আত্মাকে স্থান দিন৷ তাঁর পরিবারবর্গকে জানাই গভীর সমবেদনা৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?