অনলাইন ডেস্ক, ২৫ এপ্রিল।শরীরে করোনার উপসর্গ জেনেও অফিস করে, জিমে গিয়ে একে একে ২২ জনকে করোনায় আক্রান্তের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেনের পুলিশ। স্প্যানিশ ন্যাশনাল পুলিশ বিভাগ শনিবার টুইটে বলেছে, ‘পিসিআর টেস্ট করেছিলেন ওই ব্যক্তি। ছিল উপসর্গ। রেজাল্টের অপেক্ষা এবং কোয়ারেন্টাইনে না থেকে স্বাভাবিক জীবন-যাপন করে বেড়িয়েছেন।’ পুলিশ বলছে, ৪০ বছর বয়সী ওই ব্যক্তি ১০৪ ডিগ্রি ফারেনহাইট জ্বর নিয়েও অফিসে যান! সেখানে জোরে জোরে হাঁচি-কাশি দিয়েছেন।
মাস্ক খুলে বলেছেন: সবাইকে করোনাভাইরাস দিয়ে যাচ্ছি। মার্কিন গণমাধ্যম সিএনএন লিখেছে, অভিযুক্ত ব্যক্তি ৮ জনকে সরাসরি ভাইরাসে সংক্রমিত করেছেন। ১৪ জনকে করেছেন পরোক্ষভাবে। এর মধ্যে এক বছর বয়সী তিনটি শিশুও ছিল। অভিযুক্তের বিরুদ্ধে জানুয়ারিতে তদন্ত শুরু হয়। স্পেনে প্রায় ৩.৫ মিলিয়ন মানুষ নতুন রোগটিতে পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। মারা গেছেন ৭৭ হাজার ৫০০ জনের বেশি।