অনলাইন ডেস্ক, ২৬ এপ্রিল।।ইতালিয়ান লিগ সিরি আয় ইন্তার মিলান সবশেষ শিরোপা জিতেছিল ২০১০ সালে। এরপর দীর্ঘ খরা। অবশেষে আন্তোনিও কান্তের হাত ধরে অপেক্ষার অবসান হচ্ছে ইন্তার সমর্থকদের। চলতি মৌসুমের শিরোপা থেকে এখন মাত্র একধাপ দূরে দলটি।
রবিবার হেল্লাস ভেরোনার বিপক্ষে ১-০ গোলের জয় তুলে নিয়েছে ইন্তার। একমাত্র গোলটি করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ডিফেন্ডার ম্যাটিও ডারমিয়ান।
এই জয়ের সুবাদে দ্বিতীয় স্থানে থাকা এসি মিলানের চেয়ে ১৩ পয়েন্ট এগিয়ে গেল ইন্তার।
৩৩ ম্যাচে ২৪ জয় ও ৭ ড্রয়ে ৭৯ পয়েন্ট ইন্তারের। ৩২ ম্যাচে এসি মিলানের পয়েন্ট ৬৬। যারা সোমবার নিজেদের ম্যাচে মাঠে নামবে।
এদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জুভেন্তাস ফের পয়েন্ট হারিয়েছে ফিওরেন্তিনার বিপক্ষে। ১-১ গোলে ড্র হয় ম্যাচটি। দুই দলের প্রথম দেখায় ৩-০ গোলে জয় পেয়েছিল ফিওরেন্তিনা।
৩৩ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে জুভরা আছে টেবিলের তৃতীয় স্থানে।