অনলাইন ডেস্ক, ২৬ এপ্রিল।। রেকর্ড বইয়ের আরেকটি পাতায় নিজেকে সেরা অবস্থানে দাঁড় করালেন বাবর আজম। টি-টোয়েন্টিতে দ্রুততম ২ হাজার রানের কীর্তি গড়লেন পাকিস্তান অধিনায়ক। যে কীর্তি গড়তে পেছনে ফেললেন ভারত অধিনায়ক বিরাট কোহলিকে।
রবিবার জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে নতুন এই কীর্তিটি গড়েন বাবর। ২৬ বছর বয়সী ডানহাতি এদিন ৪৬ বলে ৫ চারে ৫২ রানের ইনিংস খেলেন। এ ইনিংস খেলার পথেই গড়েন দ্রুততম ২ হাজার রানের কীর্তি।
বাবর এই রান করতে নিয়েছেন ৫২ ইনিংস। যেখানে কোহলি নিয়েছিলেন ৫৬ ইনিংস। বর্তমানে ৮৪ ইনিংসে ৩১৫৯ রান কোহলির। আর এদিনের ইনিংসে বাবরের রান দাঁড়াল ২০৩৫।
আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলে ১১তম ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে ২ হাজার রান করলেন বাবর। পাকিস্তানের মধ্যে তিনি তৃতীয়। দেশটির হয়ে তার আগে টি-টোয়েন্টিতে ২ হাজার রান করেছেন মোহাম্মদ হাফিজ (২৩৮৮) ও শোয়েব মালিক (২৩৩৫)।
বাবরের রেকর্ডগড়া ম্যাচটা ২৪ রানে জিতে তিন ম্যাচের সিরিজ ২-১ এ জিতে নিয়েছে পাকিস্তান। প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ১৬৫ রান তুলেছিল সফরকারীরা। বাবরের ফিফটি ছাড়াও অপরাজিত ৯১ রান করেন মোহাম্মদ রিজওয়ান। জবাবে ৭ উইকেটে ১৪১ রানে থামে জিম্বাবুয়ে।