অস্কারে সেরা অভিনয়শিল্পী : ম্যাকডরম্যান্ডের তৃতীয় ও হপকিন্সের দ্বিতীয়

অনলাইন ডেস্ক, ২৬ এপ্রিল।। ৯৩তম অস্কারের আসরে সেরা অভিনয়শিল্পী বিভাগে ভেলকি দেখালেন দুই বর্ষীয়ান তারকা।

‘দ্য ফাদার’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেতার একাডেমি অ্যাওয়ার্ডস পেলেন অ্যান্থনি হপকিন্স। এ ছবিতে স্মৃতিভ্রংশের শিকার এক ব্যক্তির চরিত্রে অভিনয় করেছেন তিনি।

সবচেয়ে বেশি বয়সী (৮৩) অভিনেতা হিসেবে পুরস্কার পাওয়ার রেকর্ডও গড়লেন হপকিন্স। এর আগে ১৯৯১ সালে ‘দ্য সাইলেন্সস অব দ্য ল্যাম্বস’ ছবির জন্য পুরস্কার পান তিনি।

অন্যদিকে আলোচিত ‘নোম্যাডল্যান্ড’ ছবির জন্য সেরা অভিনেত্রী হয়েছেন ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড। এবারের আসরে এটি তার দ্বিতীয় পুরস্কার। ‘নোম্যাডল্যান্ড’ সেরা ছবি হওয়ায় প্রযোজক হিসেবে সেই পুরস্কারের দাবিদার তিনি। সব মিলিয়ে চারটি ও অভিনেত্রী হিসেবে তিনটি অস্কার জিতেছেন ম্যাকডরম্যান্ড। এর আগে ফার্গো ও থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং মিসৌরি ছবির জন্য পুরস্কার পান তিনি।

অ্যান্থনি হপকিন্স ছাড়াও সেরা অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়েছেন চ্যাডউইক বোজম্যান (মা রেইনিজ ব্ল্যাক বটম), রিজ আহমেদ (সাউন্ড অব মেটাল), গ্যারি ওল্ডম্যান (ম্যাঙ্ক) ও স্টিভেন ইয়ুন (মিনারি)।

ফ্র্যান্সেস ম্যাকডরম্যান্ডের সঙ্গে সেরা অভিনেত্রী বিভাগে আরও মনোনয়ন পেয়েছেন ভায়োলা ডেভিস (মা রেইনিস ব্ল্যাক বটম), অ্যান্ড্রা ডে (দ্য ইউনাইটেড স্টেটস ভার্সেস বিল্লি হলিডে), ভ্যানেসা কিরবে (পিসেস অফ এ ওম্যান) ও ক্যারে মুল্লিগান (প্রমিজিং ইয়াং ওম্যান)।

প্রথমবারের মতো দুই ভেন্যুতে অস্কার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

লস অ্যাঞ্জেলেসের ইউনিয়ন স্টেশন এবং ডলবি থিয়েটারে নমুনা পরীক্ষাসহ কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে হচ্ছে অনুষ্ঠান।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?