অনলাইন ডেস্ক, ২৬ এপ্রিল।। কলকাতার শোবিজে করোনা সংক্রমণ দিনদিন বেড়েই চলেছে। এবার আক্রান্ত হলেন অভিনেত্রী তথা বিজেপির তারকা প্রার্থী পার্নো মিত্র।
টুইটারে সোমবার সকালে কভিড-১৯ আক্রান্ত হওয়ার কথা জানালেন মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ সিনেমার এ অভিনেত্রী। পার্নো বলেন, ‘আমি সবার সঙ্গে একটা জরুরি বিষয় ভাগ করে নিতে চাই।
আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। সবাইকে অনুরোধ জানাবো যারা গত সাত দিনে আমার সংস্পর্শে এসেছেন, তারা দয়া করে কভিড টেস্ট করিয়ে নিন। নিজেদের খেয়াল রাখুন। আর হ্যাঁ, সবশেষে জানাই মাস্ক পরতে ভুলবেন না। ”
আপাতত বাড়িতেই নিভৃতবাসে আছেন পার্নো। চলমান বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে বরাহনগর আসন থেকে লড়ছেন তিনি।
প্রচারের মাঝে অনেকে মানুষের সংস্পর্শে এসেছেন, দৌড়-ঝাঁপও করতে হয়েছে পশ্চিমবঙ্গের আনাচে-কানাচে। খুব সম্ভবত সেখান থেকেই কভিড আক্রান্ত হন এ নায়িকা।
এ দিকে রবিবার দ্বিতীয় দফায় করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন গায়ক তথা বিজেপি সংসদ সদস্য বাবুল সুপ্রিয়।
অন্যদিকে গত সপ্তাহে করোনা রিপোর্ট পজিটিভ আসে শুভশ্রী গাঙ্গুলি ও জিতের। টেলিভিশনের একাধিক অভিনেতা-অভিনেত্রীও কভিডের গ্রাসে পড়েছেন।