স্টাফ রিপোর্টার, কল্যাণপুর, ২৪ এপ্রিল।। খোয়াই তেলিয়ামুড়া সড়কে কল্যাণপুর বনদপ্তর অফিসের সামনে পথ দূর্ঘটনায় দুই যুবক গুরুতর ভাবে আহত হয়েছে। ঘটনার বিবরণে জানা যায় গুরুপদ দেববর্মা ও সঞ্জীব দেববর্মা নামের দুই যুবক তেলিয়ামুড়া থেকে বাইকে করে তাদের বাড়িতে যাচ্ছিল।
তাদের বাড়ি বৈরাগী পাড়া এলাকায়। দ্রুতবেগে বাইক নিয়ে যাওয়ার সময় কল্যাণপুর বনদপ্তরের অফিসের সামনে বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে সংঘর্ষ বাধে। লরির সঙ্গে ধাক্কা লাগে বাইক নিয়ে ছিটকে পড়ে ওই দুই যুবক। স্থানীয় লোকজন ঘটনা প্রত্যক্ষ করে দমকল বাহিনীকে খবর দেন।
দমকল বাহিনীর জওয়ানরা দুর্ঘটনাস্থল থেকে আহত দুই যুবককে উদ্ধার করে প্রথমে কল্যাণপুর হাসপাতালে নিয়ে যায়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কল্যাণপুর হাসপাতাল থেকে তাদেরকে জিপি হাসপাতালে স্থানান্তর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বাইক চালক এর অসাবধানতার কারণেই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। কলানপুর থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল থেকে বাইক উদ্ধারএবং গাড়ি আটক করেছে পুলিশ।