স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৪ এপ্রিল।। ১৮ বছরের উর্ধে সকলকে বিনামূল্যে টিকা দেবে রাজ্য সরকার। তাতে, সব মিলিয়ে ১৩৩ কোটি ১৯ লক্ষ টাকা খরচ হবে বলে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন৷ আজ মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৪৫ বছরের উর্ধে সকলকে করোনার প্রতিষেধক বিনামূল্যে দেওয়া হচ্ছে৷
সম্প্রতি কেন্দ্রীয় সরকার ১৮ বছরের উর্ধে সকলকে প্রতিষেধকের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে৷ ১ মে থেকে তাদের প্রতিষেধক দেওয়া হবে৷ কিন্ত, ১৮ বছরের উর্ধে এবং ৪৫ বছরের কম বয়সীদের টিকা বিনামূল্যে দেওয়া হবে না৷ স্বল্প মূল্যের বিনিময়ে তারা প্রতিষেধক নিতে পারবেন৷
কেন্দ্রের ওই সিদ্ধান্তে বিরোধীরা তীব্র আপত্তি জানিয়েছেন এবং টিকা সকলকে বিনামূল্যে দেওয়ার দাবি তুলেছেন৷ আজ মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ১৮ বছরের উর্ধে সকলের টিকাকরণও বিনামূল্যে হবে৷ তার জন্য সমস্ত খরচ ত্রিপুরা সরকার বহন করবে৷ এবিষয়ে শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ বলেন, ১৮ থেকে ৪৪ বছর পর্যন্ত ত্রিপুরায় ১৬ লক্ষ মানুষ রয়েছেন৷
ফলে, ৩২ লক্ষ ডোজর প্রয়োজন রয়েছে৷ কিছু ডোজ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে৷ এদিকে, সিরাম ইনস্টিটিউট কোভিশিল্ড প্রতি ডোজ ৪০০ টাকা দরে রাজ্য সরকারের কাছে বিক্রি করবে৷ তাই, সবমিলিয়ে ওই ১৬ লক্ষের জন্য প্রতিষেধক ক্রয়ে ১৩০ কোটি ৫৬ লক্ষ টাকা খরচ হবে৷
এছাড়া সিরিঞ্জ ক্রয়ে প্রতি ডোজ ৫ টাকা করে ১ কোটি ৬৩ লক্ষ টাকা এবং অন্যান্য খাতে আরও ১ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে৷সব মিলিয়ে ১৮ বছরের উর্ধে বয়সীদের টিকাকরণ-এ ১৩৩ কোটি ১৯ লক্ষ টাকা খরচ হবে৷