সংবাদপত্র থেকে ডিজিটাল মাধ্যম সবকিছুতে এখন দেখা মিলছে ভারতে নানা রাজ্যে অক্সিজেনের অভাব, বেডের অভাবের মতো বিষয়গুলি। ভারতের এই সমস্যার কারণে সাহায্যের হাত বাড়িয়েছে অন্যতম দুই ফোন প্রস্তুতকারক সংস্থা ওয়ানপ্লাস এবং শাওমি। ওয়ানপ্লাস ভারতে এই মহামারীর সময়ে সংক্রমিত মানুষের সাহায্যের জন্য সোশ্যাল মিডিয়া ক্যাম্পেন শুরু করেছে। অন্যদিকে শাওমি আবার ভারতের এই বিপদের সময়ে ৩ কোটি টাকার আর্থিক অনুদানের কথা জানিয়েছে।
এর পাশাপাশি আগামী দিনেও মহামারীর জন্য ভারতকে সাহায্য করতে প্রস্তুত রয়েছে এই সংস্থান বলেও জানানো হয়। বর্তমান সময়ে ভারতে কোভিড-১৯ চিকিৎসার হাসপাতালগুলিতে অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে। আর সেই কারণে শাওমি ভারতে ৩ কোটি টাকা আর্থিক অনুদান দিয়েছে যাতে প্রায় ১০০০ এরও বেশি অক্সিজেন সিলিন্ডার কেনা যায়।
কোম্পানির তরফে বলা হয়েছে, ভারতে আগামী দিনে যেখানে অক্সিজেন সিলিন্ডারের সমস্যা দেখা দেবে, সেখানে তারা সাহায্যের হাত বাড়িয়ে দেবে। সাম্প্রতিক সময়ে শাওমি ভারতের দিল্লি, মহারাষ্ট্র এবং কর্ণাটকে সাহায্য করার পরিকপ্লনা করেছে। কোম্পানি তাদের ক্রেতা, ফ্যান এবং অংশীদারদের জন্য একটি অনুদান পৃষ্ঠা তৈরি করেছে। শাওমির চালু করা এই অনুদান মাধ্যমে সকল প্রথম সারির স্বাস্থ্য কর্মীরদের জন্য গিভইন্ডিয়া ১ কোটি টাকা দিয়েছে।
এর পাশাপাশি জানানো হয়েছে সমস্ত মানুষ যারা সাহায্য করতে চায় এই সময়ে, তারা সাহায্য করতে পারে কোম্পানির অনুদান পৃষ্ঠায়। শনিবারের স্বাস্থ্য দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী ভারতে ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৩,৩২,৭৩০ জন। এর পাশাপাশি দেশে ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে প্রায় ২,২৬৩ জনের। সবমিলিয়ে ভারতে মোট করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১,৬২,৬৩,৬৯৫ জন।