শচিন নিজেও ক’দিন আগে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গত বারের মতো এবারের জন্মদিনটাও তাই বড় কোনো উৎসব ছাড়াই কাটছে এই ব্যাটিং গ্রেটের। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত থেকে শুরু করে সতীর্থদের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন শচিন। সৌরভ গাঙ্গালি থেকে সুরেশ রায়নারা টুইট করেছেন কিংবদন্তির জন্মদিনে। ১৯৭৩ সালের ২৪ এপ্রিল জন্ম শচিনের। ১৯৮৯ সালের ১৫ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক।
পরবর্তী গল্পটা ভারতবর্ষের ক্রিকেট ইতিহাসে ‘রূপকথা’ হয়ে আছে। ২৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে শচিন ভারতীয় ক্রিকেটকে দিয়ে গেছেন অনেক কিছু। নিজেকে নিয়ে গেলে অন্য উচ্চতায়। ২০১৩ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দিয়ে অবসরে যান শচিন। আন্তর্জাতিক ক্রিকেটে তার ১০০টি সেঞ্চুরি। ২০০ টেস্টে রান করেছেন ১৫৯২১। ৪৬৩ ওয়ানডেতে করেছেন ১৮৪২৬ রান। একটি মাত্র টি-টোয়েন্টি খেলে রান ১০।