রেডিও উপস্থাপক সিদ্ধার্থ কন্ননের একটি অনুষ্ঠানে রাখি ক্যানসার আক্রান্ত মায়ের দিব্যি দিয়ে বলেন, ‘মায়ের চেয়ে আমার কাছে কেউ বড় না। আমি কখনো মিথ্যা বলি না। মায়ের কসম আমার স্বামী আছে। কিন্তু সে ভারতে না। স্টেশনের বাইরে।’বিয়ের পরে স্বীমার সঙ্গে সম্পর্ক ঠিক কোন অবস্থায় এমন প্রশ্নের জবাবে রাখি বলেন, ‘আমি ঠিক জানি না যে কোন পর্যায়ে আমরা রয়েছি। এখন তো লকডাউন।
তাই বলতে পারছি না বরের সঙ্গে থাকা হবে কি না, নাকি ডিভোর্স হয়ে যাবে। সে কানাডায় থাকে। এখনো ভিসা পায়নি।’ রাখি জানান, তার মা সেরে উঠলে এ বিষয়ে বিস্তারিত আলাপ করবেন। রাখিকে সম্প্রতি বিগ বস ১৪-তে দেখা গেছে। সেখানে তিনি রিতেশ নামের একজনের কথা বলেছেন। রাখির দাবি, তার একটা সন্তান আছে। দুই বছর তার সঙ্গে দেখা হয় না বলেও উল্লেখ করেছেন তিনি।