ওপেনার মায়াঙ্ক আগরওয়ালকে (২৫) হারালেও ক্রিস গেইলকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন রাহুল। পাঞ্জাব অধিনায়ক মাঠ ছাড়েন ৫২ বলে ৩ চার ও ৩ ছয়ে অপরাজিত ৬০ রানে। গেইল ৩৫ বলে ৫ চার ও ২ ছয়ে করেন ৪৩ রান। তার আগে ৬ উইকেটে মাত্র ১৩১ রান করে মুম্বাই।
শুরুতে ওপেনার কুইন্টন ডি কককে (৩) হারানোর পর পাঞ্জাবের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে রোহিত ছাড়া আর কেউ তেমন দাঁড়াতে পারেননি। মুম্বাই অধিনায়ক-ওপেনার ৫২ বলে ৫ চার ও ২ ছয়ে করেন ৬৩ রান। এ ছাড়া সূর্য কুমার যাদব করেন ৩৩ ও অপরাজিত থাকা কাইরন পোলার্ডের ব্যাট থেকে আসে ১৬ রান।