বিরতির পর মেস অবশ্য সমতা ফেরায় ম্যাচে। তবে ৫৯ মিনিটে ফের দলকে এগিয়ে দেন এমবাপ্পে। আর একেবারে শেষ দিকে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান আর্জেন্টাইন তারকা ইকার্দি। গত বুধবারই যার হ্যাটট্রিকে মাউরিসিও পচেত্তিনো দল ফ্রেঞ্চ কাপের সেমি ফাইনাল নিশ্চিত করে। এই জয়ের সুবাদে লিলকে পেছনে ফেলে টেবিলে শীর্ষে উঠল পিএসজি। ৩৪ ম্যাচে ৭২ পয়েন্ট তাদের। লিল পিছিয়ে ২ পয়েন্ট। তবে এক ম্যাচ কম খেলেছে দলটি।
তিনবারের চ্যাম্পিয়ন লিল রবিবার চতুর্থ স্থানে থাকা লিঁওর বিপক্ষে মাঠে নামবে। এ ম্যাচে জিতলে ফের শীর্ষে ফিরবে লিল। আর পয়েন্ট হারালে শীর্ষে থেকে যাবে শেষ আট আসরের সাতবারই শিরোপা ঘরে তোলা পিএসজি। এদিনের জোড়া গোলে চলতি মৌসুমে লিগ ওয়ানে এমবাপ্পের গোল হলো ২৯ ম্যাচে ২৫টি। সব প্রতিযোগিতা মিলে ৪২ ম্যাচে ৩৭ গোল ফরাসি তারকার।