সবাই মিলে কোভিড পরিস্থিতি মোকাবিলা করা হবে : মুখ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৪ এপ্রিল।। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বর্তমান কোভিড পরিস্থিতি মোকাবেলায় রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, গত বছর কোভিড-১৯ মোকাবেলায় ডাক্তার, নার্স সহ বিভিন্ন পেশার মানুষ, বিভিন্ন ক্লাব ও স্বেচ্ছাসেবী সংস্থা রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় আমরা দ্রুত একটা ভাল অবস্থায় পৌঁছে গিয়েছিলাম।

আশা করি এবারও আমরা ভাল অবস্থায় থাকব৷ মুখ্যমন্ত্রী শ্রীদেব আজ আই জি এম হাসপাতালে একটি নতুন ব্লাড ব্যাঙ্ক, ওপিডি রেজিস্ট্রেশান কাউন্টার এবং ১০ শয্যা বিশিষ্ট একটি ক্যাজুয়েলিটি ব্লকের উদ্বোধন করে উদ্বোধকের ভাষণে একথা বলেন।

এর আগে মুখ্যমন্ত্রী শ্রীদেব তাঁর সরকারি বাসভবনের সামনে এন এইচ আই ডি সি এল-এর দেওয়া ১০টি নতুন অ্যাডভান্স লাইফ সার্পোট অ্যাম্বুলেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আই জি এম হাসপাতালে নতুন তিনটি পরিষেবার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, বর্তমানে রাজ্যে ৪৫ বছরের ঊর্ধ্বে ব্যক্তিদের কোভিডের টিকা দেওয়া হচ্ছে। করোনায় একজনও যাতে মারা না যান সে বিষয়ে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা দিয়েছেন আগামী ১লা মে থেকে ১৮ বছরের উর্দ্ধে ছেলে-মেয়েদেরও কোভিড টিকাকরণ করা হবে। মে ও জুন এই দুইমাস যারা বিপিএল ও অন্ত্যোদয় কার্ড হোন্ডার তাদের বিনামূল্যে চাল দেওয়া হবে। রাজ্য সরকারও প্রধানমন্ত্রীর পথ অনুসরণ করবে। তিনি বলেন, বর্তমানে রাজ্যের স্বাস্থ্য অবস্থা ভাল অবস্থায় রয়েছে। আই জি এম হাসপাতালে ক্যাজুয়েলিটি ব্লক চালু করা হয়েছে। এখানে ১০টি শয্যা রয়েছে। আগে একটিও ছিল না। এখানে এই প্রথমবার সেন্ট্রালাইজড ই-রেজিস্ট্রেশন চালু করা হয়েছে। এতে নতুন দিক খুলে গেছে।

আগরতলা সহ রাজ্যবাসী উপকৃত হবেন। নতুন ব্লাড ব্যাঙ্কে পর্যাপ্ত রক্ত সংরক্ষণ করা যাবে। তিনি বলেন, এবারও আমরা সকলে মিলে কোভিড প্রতিহত করব৷ এটা যাতে না বাড়তে পারে সেদিকে লক্ষ্য রাখা হবে। যারা বাইরে থেকে আসবেন তাদের সকলকে টেস্ট করানো হবে। তিনি বলেন, এই মুহুর্তে দেশের ১০টি রাজ্যে কোভিডের সংক্রমণ সবচেয়ে বেশি। তাই আমাদের সকলকে আরও সতর্ক হয়ে চলাফেরা করতে হবে।

কেন্দ্র ও রাজ্যের কোভিড-১৯-এর নির্দেশাবলী সঠিকভাবে মেনে চলতে হবে৷ অ্যাডভান্স লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সের প্রসঙ্গ উত্থাপন করে মুখ্যমন্ত্রী শ্রীদেব তাঁর বাসভবন প্রাঙ্গণে সাংবাদিকদের সাথে কথা বলার সময় বলেন, কোভিড-১৯ মোকাবিলায় কেন্দ্রীয় সরকার ত্রিপুরাকে ৫০টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেস দিয়েছিল। আজ এখানে থেকে এন এইচ আই ডি সি এল-এর দেওয়া ১০টি অ্যাম্বুলেন্স রওয়ানা হল।

প্রতিটির মূল্য প্রায় ২৭ লক্ষ টাকা। ভেন্টিলেটর ছাড়া এতে মোট ৫৪টি সুবিধা রয়েছে। এতে জাতীয় সড়ক সংলগ্ন রোগীরা ছাড়াও রাজ্যের অন্যান্য স্থানের রোগীরাও উপকৃত হবেন। বিশেষ অতিথির ভাষণে বিধায়ক ডা. দিলীপ কুমার দাস বলেন, আই জি এম-এ একটি অক্সিজেন প্ল্যান্ট বসানোর উদ্যোগ নেওয়া হবে। সম্মানিত অতিথির ভাষণে স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব জে কে সিনহা বলেন, কোভিড চ্যালেঞ্জ মোকাবেলায় দপ্তর প্রস্তুত রয়েছে।

আই জি এম হাসপাতালের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডা. শুভাশিষ দেববর্মা, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তরের অধিকর্তা ডা. রাধা দেববর্মা, জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা ডা. সিদ্ধার্থ শিব জয়সওয়াল, পশ্চিম জেলার জেলাশাসক ডা. শৈলেশ কুমার যাদব, আই জি এম-এর সুপারিন্টেনডেন্ট ডা. অমিতাভ চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।

মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের সামনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এন এইচ আই ডি সি এল-এর অ্যাক্সিকিউটিভ ডিরেক্টর এ কে কুশহা, জেনারেল ম্যানেজার আর পি সিং স্বাস্থ্য অধিকর্তা, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক অধিকর্তা প্রমুখ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?