বর্তমান গভর্নর গাভিন নিউসমের বিরুদ্ধে এক পিটিশনের জবাবে রাজ্যটিতে রিকল ইলেকশন হতে যাচ্ছে। যেখানে ভোটারদের জিজ্ঞাসা করা হবে তারা নিউসমকে চান, নাকি অন্য প্রার্থী চান। ইতিমধ্যে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কয়েকজন পরামর্শককে নিয়ে নির্বাচনী টিম তৈরি করেছেন জেনার। শুক্রবার এক বিবৃতিতে জেনার বলেন, ক্যালিফোর্নিয়ার বাসিন্দারা এখনকার গভর্নরের চেয়ে ভালো কাউকে চায়।
তাদের জন্য পেশাদার রাজনীতিক নয়, নতুন দূরদৃষ্টিসম্পন্ন নেতা দরকার। কেটলিন জেনার তিনবার বিয়ে করেন। তার সর্বশেষ স্ত্রী ছিলেন কিমের মা ক্রিস কার্দাশিয়ান। ২৪ বছরের দাম্পত্য জীবনে তাদের রয়েছে দুই সন্তান— রিয়্যালিটি শো তারকা কাইলি ও কেন্দেল। ২০১৫ সালে তাদের ছাড়াছাড়ি হয়। একই বছর তিনি নারী হিসেবে আবির্ভূত হন। কাইলি ও কেন্দেল ছাড়াও জেনার আরও চার সন্তান রয়েছে। নির্বাচিত হলে কেটলিন জেনার হতে যাচ্ছেন ক্যালিফোর্নিয়ার প্রথম নারী ও ট্রান্সজেন্ডার গভর্নর।