কিন্তু চোট থেকে সম্পূর্ণ সেরে না ওঠায় অস্ত্রোপচার করতে হচ্ছে তাকে। ইসিবি এক বিবৃতিতে জানায়, বোর্ড এবং সাসেক্স মেডিকেল দল আর্চারের উন্নতি পর্যবেক্ষণ করবে। আর্চারের চোট আইপিএলে তার দল রাজস্থান রয়্যালসের জন্য বড় ধাক্কা। গত মৌসুমে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে দুর্দান্ত ছিলেন তিনি। টুর্নামেন্ট শেষ করেছিলেন ১৪ ম্যাচে ৬.৫৫ ইকোনমিতে ২০ উইকেট নিয়ে। ব্যাট হাতে নেন ১১৩ রান।
অস্ত্রোপচারের পর যদি আর্চার আইপিএলে ফিরেনও, তবে বাধ্যতামূলক ৭ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে তাকে। যা তার বোলিংয়ের প্রস্তুতিতে বড় ব্যাঘাত সৃষ্টি করবে। যার কারণে এই আইপিএলে ফেরাটা অনিশ্চিত ইংলিশ পেসারের। রাজস্থান ও আর্চার উভয়ে পারস্পরিক এক সিদ্ধান্তে আসতে পারে।