এই অভিযোগে ২৮ এপ্রিল ম্যানচেস্টার ও সালফোর্ড ম্যাজিস্ট্রেট’র কোর্টে হাজির হবেন ৪৭ বছর বয়সী সাবেক মিডফিল্ডার। তবে এক বিবৃতিতে অভিযোগ অস্বীকার করে গিগস জানান, তিনি দোষী নন।
ইউনাইটেডের সাবেক তারকা বলেন, ‘আইনের প্রতি আমার সম্পূর্ণ শ্রদ্ধা আছে এবং এই অভিযোগের গুরুত্ব বুঝতে পারছি। তবে আমি আমার নাম পরিষ্কার রাখার জন্য সামনে তাকাচ্ছি।’ এর আগেও গিগস ২০১৭ সালের ডিসেম্বর ও ২০২০ সালের নভেম্বরে আচরণগত সমস্যার কারণে অভিযুক্ত হন।