স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৪ এপ্রিল।। রাজ্যে আগমনকারী বিমান যাত্রীদের করোনা টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। শনিবার থেকে আগরতলা বিমানবন্দরে যারা অবতরণ করেন প্রত্যেককেই করোনা টেস্ট করানো হচ্ছে।
তবে যেসব বিমান যাত্রী ৭২ ঘণ্টার সময়সীমার মধ্যেকার আর টি সি সি আর দেখাতে পারবেন তাদেরকে করোনা টেস্ট করা হবে না বলে জানিয়েছেন বিমান বন্দর কর্তৃপক্ষ। রাজ্য সরকারের নির্দেশে অনুযায়ী আগরতলা বীরবিক্রম বিমানবন্দরে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য করোনা ভাইরাসের সংক্রমণ রাজ্যৈও ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই বহি রাজ্য থেকে আগত যাত্রীদের মাধ্যমে করণরো সংক্রমিত হচ্ছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানান বিশেষ করে মহারাষ্ট্র থেকে যেসব যাত্রী রাজ্যে আসছেন তাদের মধ্যে পাঁচ শতাংশের শরীরে করোণার ভাইরাস পাওয়া যাচ্ছে। করোনা সংক্রমনের হার নিয়ন্ত্রনে রাখার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগরতলা বিমানবন্দর কর্তৃপক্ষ জানান যাত্রীরা বিমান থেকে নামার পর প্রত্যেকের থার্মাল স্ক্রীনিং টেস্ট করা হচ্ছে।
যে সব যাত্রী আর টি সি সি আর দেখাতে পারছেন তাদেরকে লাগেজসহ ছেড়ে দেওয়া হচ্ছে। অন্যান্য যাত্রীদের করোনা টেস্ট করার পর নেগেটিভ আসলেই টার্মিনালে ঢুকতে দেওয়া হচ্ছে। করোনা পজেটিভ আসলে প্রত্যেককে বাধ্যতামূলকভাবে ১৪ দিনের হোমকোয়ারেন্টাইনে থাকতে হবে।
করোণা ভাইরাসের সংক্রমণ মোকাবেলা এবং জনস্বাস্থ্যের কথা মাথায় রেখেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শুধু বিমানবন্দরেই নয় ,রেলস্টেশন এবং সড়ক পথে আসা যাত্রীদেরকেও করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।