স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৪ এপ্রিল।। করোনা ভাইরাস সংক্রমণ দিনের পর দিন ভয়ঙ্কর আকার ধারণ করতে থাকায়় রাজধানী আগরতলা শহরের সবজি এবং মাছ বাজার গুলি অন্যত্র সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে প্রশাসন।
বিকল্প কোন কোন জায়গায় বাজার সরিয়ে নেওয়া যায় সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। সদর মহকুমা শাসক অসীম অসীম সাহার নেতৃত্বে প্রশাসনের এক প্রতিনিধি দল শনিবার বিবেকানন্দ পরিদর্শন করেন। পরিদর্শনকালে লেক চৌমুহনী বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সদরের মহকুমা শাসক অসিত সাহা বলেন গত বছর করোণা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে শহরের বাজার গুলো অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছিল। এবারও করোনা ভাইরাসের সংক্রমণ দিনের পর দিন বৃদ্ধি পেতে থাকে ভিড় এড়াতে বাজারহাট অন্যত্র সরিয়ে নেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে।
তবে গতবছর লেইক চৌমুহনী সবজি বাজার স্বামী বিবেকানন্দ ময়দানে সরিয়ে নেওয়ার ফলে ব্যবসায়ীদের কিছুটা অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল। ঝড়-বৃষ্টিতে মাঠে জল জমে যায়। উপরে ছাউনি থাকে না। ফলে ব্যবসায়ীদের জিনিসপত্র নষ্ট হয়ে যায়। ক্রেতারাও মাঠে জিনিসপত্র কিনতে যেতে পারেন না। এ ধরনের অভিযোগ খতিয়ে দেখে সদরের মহকুমা শাসক জানান বিকল্প কোনো ব্যবস্থা গ্রহণ করা যায় কিনা সে বিষয়ে ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা হচ্ছে।
তিনি জানান রাজধানী আগরতলা শহরের লেইট চৌমুহনী বাজার, মহারাজগঞ্জ বাজার, বটতলা বাজার, সহ অন্যান্য বাজারের সবজি ও মাছ বাজার গুলিও অন্যত্র এই সংকটময় মুহূর্তে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেয়া হচ্ছে।ছড়িয়ে-ছিটিয়ে নেওয়া হলে ভিড় কিছুটা কমানো যাবে বলে আশা ব্যক্ত করেন সদরের এসডিএম।