স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২৪ এপ্রিল।। পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে বিশালগড় মহকুমার চাম্পামুড়া গ্রাম পঞ্চায়েতে। পানীয় জলের দাবিতে বিশালগড় কাঞ্চনমালা পথ অবরোধ করেন এলাকাবাসী।পানীয় জলের দাবিতে পথ অবরোধ করল এলকাবাসী।
ঘটনা বিশালগড় মহকুমাধিন চাম্পামুরা গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের দেশবন্ধু কলোনি এলাকায়।দীর্ঘ ৫-৬ মাস যাবত এলাকাবাসীর পানীয় জলের সমস্যায় ভুগছেন।এলাকায় একটি ওয়াটার পাম্প হাউজ আছে। যা দীর্ঘ ৫-৬ মাস যাবত বিকল হয়ে আছে। এই পাম্প হাউজটি এলাকার একমাত্র জলের চাহিদা মেটানোর মাধ্যম।
এই সমস্যা সম্পর্কে বার বার এলাকার প্রধান, উপ-প্রধানকে জানানো সত্ত্বেও তারা কোন ব্যবস্থা গ্রহন করছে না। পুরো এলাকার মানুষ এখন শুধুমাত্র একটি টিউবওয়েলের উপর নির্ভরশীল। কিন্তু ডিডাব্লিউএস দপ্তর এই সমস্যা নিরসনে কোনো ভূমিকাই গ্রহণ করছে না। তাই বাধ্য হয়ে ক্ষোভে তারা জলের কলসি, বালতি নিয়ে বিশালগড় – কাঞ্চনমালা সড়ক অবরোধ করে।
এদিকে পাম্প অফিসের অপারেটর শিব শংকর শীল জানায়, ৫-৬ মাস পূর্বে পাম্পের মোটরে কাদা এবং বালি উঠত। তারপর তিনি এই সমস্যার কথা ডিডাব্লিউ দপ্তরে জানানোর পর দপ্তর থেকে নতুন করে পাইপ বডিং করে বসানো হয়। কিন্তু জি আই পাইপের সংকট থাকায় তা পাম্প মেশিনে সংযোগ করা হচ্ছে না। যার দরুন মেশিন দিয়ে জল দেওয়া সম্ভব হচ্ছে না।
এতে করে জল সরবরাহ করতে বিঘ্ন ঘটছে। এলাকাবাসীর জানায় শীঘ্রই তাদের এই সমস্যা সমাধান না হলে তারা বড়সর আন্দোলনে যাবে। এখন দেখার বিষয় কবে নাগাদ এই জলের সমস্যার সমাধানে দপ্তর পদক্ষেপ গ্রহণ করে।